অনন্য চূড়ায় আফগান সাঙ্গাকারা

অনেকেই তাকে আফগান ক্রিকেটের কুমার সাঙ্গাকারাও বলেন। ব্যাটিংটাও করেন দূর্দান্ত! জিম্বাবুয়ের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান হাসমতুল্লাহ শাহিদি। প্রথম আফগান খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

তার প্রিয় ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তার আইডল ওই সাঙ্গাকারা। ব্যাটটাও করতে চান আইডলের মতো করে।

অনেকেই তাকে আফগান ক্রিকেটের কুমার সাঙ্গাকারাও বলেন। ব্যাটিংটাও করেন দূর্দান্ত! জিম্বাবুয়ের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান হাসমতুল্লাহ শাহিদি। প্রথম আফগান খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

হাসমতুল্লাহ শাহিদি পুরো নাম হলেও অনেকে জানেন হাসমত শাহিদি হিসেবেই। যাকে বলা হয় আফগান ক্রিকেটের কুমার সাঙ্গাকারা। ১৯৯৪ সালের ৪ই নভেম্বর আফগানিস্তানের লোগারে জন্ম নেন তিনি। অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক দল থেকে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১০ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

২০১৩ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় শাহিদির। ২০১৭ সালে আহমাদ শাহ আবদালী ৪ দিনের টুর্নামেন্টে তিনি ১৬৩ রানের দূর্দান্ত এক ইনিংস খেলে নিজেকে জানান দেন। এরপরই ২০১৮ সালে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচের একাদশে অন্তর্ভুক্ত হন তিনি৷ ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হয় তার।

২০১৯ সালে ভারতে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ম্যাচে দলে সুযোগ পান তিনি। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও জায়গা করে নেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে ওয়ানডে ম্যাচে শাহিদি ওয়ানডে ক্যারিয়ারের ১০০০ রান পূর্ণ করেন।

ক্যারিয়ারে অভিষেক টি-টোয়েন্টি ছাড়া আর কোনো টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ হয়নি তার। ৪২ ওয়ানডেতে ৩৩ গড়ে করেছেন ১১৫৫ রান, আছে ১০ টি হাফ সেঞ্চুরি! টেস্টে এখন পর্যন্ত ৫ ম্যাচে (চলমান) প্রায় ৫৮ গড়ে করেছেন ৩৪৭ রান, আছে একটি ফিফটি ও এক সেঞ্চুরি। সেই সেঞ্চুরিটিই চলটি জিম্বাবুয়ের বিপক্ষে ২য় টেস্টে প্রথম ইনিংসে করা।

৫৬ রানে ২ উইকেট পড়ার পর ক্রিজে আসেন তিনি। এরপরই ২২ গজে মাটির সাথে লেগে থাকেন ২ দিন! অধিনায়ক আসগর আফগানের সাথে ৪র্থ উইকেটে গড়েন ৩০৭ রানের রেকর্ড জুটি, যা কিনা টেস্ট ইতিহাসে আফগানদের সর্বোচ্চ রানের জুটি। অধিনায়ক আসগর ১৬৪ রানে ফিরলেও নিজের সামর্থ্য দেখিয়ে শাহিদি তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এটিই টেস্ট ইতিহাসের কোনো আফগানিস্তান ক্রিকেটারের টেস্টে প্রথম দ্বিশতক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...