অবশেষের করুনের করুণা শুনল ক্রিকেট

টেস্ট খেলোয়াড়ের তকমা গায়ে লেপ্টে রয়েছে তার। সে কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি ছিলেন উপেক্ষিত। কিন্তু তিনি যে ছিলেন অবমূল্যায়িত, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সে প্রমাণই রাখলেন করুন। 

করুন নায়ার ক্রিকেটের কাছে করুণা করে চেয়েছিলেন একটি শেষ সুযোগ। সেই সুযোগ তাকে ক্রিকেট দিয়েছে। আর তিনি তাতেই দেখিয়েছে চমক। টেস্ট খেলোয়াড়ের তকমা গায়ে লেপ্টে রয়েছে তার। সে কারণেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি ছিলেন উপেক্ষিত। কিন্তু তিনি যে ছিলেন অবমূল্যায়িত, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সে প্রমাণই রাখলেন করুন।

করুন নায়ারের ক্রিকেট ক্যারিয়ারটা বেশ অদ্ভুত। সবাই তাকে ধরে নিয়েছিল টেস্ট খেলোয়াড় হিসেবে। জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি। ৬ টেস্টে ৭ ইনিংসে একটা ত্রিপল সেঞ্চুরি, গড় ৬০ এর উপরে। দারুণ পরিসংখ্যান। যে কেউ বলবে এই ছেলে জাত টেস্ট ব্যাটার। কিন্তু কোন এক অজানা কারণে আর কখনোই তার টেস্ট দলে সুযোগ মেলেনি।

টেস্ট ব্যাটার তকমায় আইপিএলেও সুযোগ মেলে না। গত পাঁচ মৌসুমে ম্যাচ খেলছেন মোটে আটটি। শেষ দুই মৌসুমে তো কোন প্রকার সুযোগই মেলেনি তার। এমনকি এবারের আসরের জন্যেও তিনি দিল্লির প্রথম পছন্দের তালিকায় ছিলেন না। নিলামের শেষবেলায় স্কোয়াড পূরণ করতেই তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

সে কারণেই শুরুর চার ম্যাচে তিনি ছিলেন মাঠের বাইরে। সাইডলাইনে বসে দলের জয় উদযাপনই ছিল তার প্রধান দায়িত্ব। তবে একপ্রকার বাধ্য হয়েই তাকে একাদশে সুযোগ দেয় দিল্লি ক্যাপিটালস। ফাফ ডু প্লেসিসের অসুস্থতাই করুনের রাস্তা খুলে দেয়।

যদিও বদলি খেলোয়াড় হিসেবে এসেছিল তার সেই সুযোগ। আর এবারের সুযোগেই কেল্লাফতে। দেখিয়েছেন তিনি মুন্সিয়ানা। ব্যাটের প্রতিটা আঘাতে তিনি যেন চিৎকার করে বললেন, ‘মশাই আমি স্রেফ টেস্ট ব্যাটার নই, টি-টোয়েন্টিটাও খেলতে জানি সমানতালে।’

অজি তরুণ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আরও একবার ব্যর্থ হলে, তিন নম্বরে ব্যাট করতে নামের করুন নায়ার। মোটে ৪০টি বল খেলেছেন তিনি। এর মধ্যেই তার স্ট্রাইকরেট প্রায় ২২৩ ছুঁইছুঁই। ১২টি চার আর পাঁচটি ছক্কায় সাজিয়েছেন নিজেকে প্রমাণের ইনিংসটি। দিনশেষে তার ব্যাট থেকে রান এসেছে ৮৯টি। অল্পের জন্যে সেঞ্চুরি মিসের আক্ষেপ তার নিশ্চয়ই হয়েছে। কিন্তু তবুও স্বস্তি, একটা লাইফলাইন তো পাওয়া গেল শেষমেশ।

Share via
Copy link