রিজওয়ানের শুধু ভুল হয়ে যায়!

পাকিস্তানের অন্যতম সেরা ওপেনিং জুটি মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। তবে সেই জুটির ভাঙ্গন নিয়ে ম্যানেজমেন্ট সম্পর্কে মন্তব্য করেন রিজওয়ান। আর এখন তাঁর আগের মন্তব্যই গণমাধ্যমের কাছে পরিষ্কার করেছেন তিনি।

পাকিস্তানের অন্যতম সেরা ওপেনিং জুটি মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। তবে সেই জুটির ভাঙনও জরুরী ছিল। কারণ, আধুনিক সীমিত ওভারের শুরুর সাথে তাঁরা মানানসই ব্যাটিং করতে পারছিলেন না। তাই এই বিষয় নিয়ে ম্যানেজমেন্ট সম্পর্কে মন্তব্য করেন রিজওয়ান।

সেটা নিয়ে সমালোচনা হয়, নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ওপেনিং জুটি ভেঙে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেননি। বরং, পাকিস্তানের হার নিয়েই তিনি হতাশা প্রকাশ করেন।

নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং জুটিতে রিজওয়ান আর সায়িম আইয়ুব মাঠে নামেন। তবে আশানুরূপ  ফলাফল পায়নি পাকিস্তান। আর একারণেই অসন্তুষ্ট রিজওয়ান। তিনি মনে করে ম্যানেজমেন্ট এমন একটা বিষয় ঠিক করতে চাচ্ছে যা কখনো ভাঙাই হয়নি।

রিজওয়ান তাঁর ভুল বোঝাবুঝি প্রসঙ্গে বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল বাবরের সাথে আমার ওপেনিং জুটি না হলে, পাকিস্তানের কোনো ক্ষতি হবে কি না। আমি হয়তো তখন প্রশ্নটি বুঝতে পারিনি। তবে আমি বলেছিলাম পাকিস্তান চারটি ম্যাচ হেরেছে আর এটাই হতাশার কারণ। আমরা বুঝি পাকিস্তানের জন্য কোনটা সেরা এবং সেটা কে নির্ধারণ করে? তা কোচ দেখতে পারেন, অধিনায়ক দেখতে পারেন।’

রিজওয়ান আরো বলেন যে বোর্ড রোটেশন পদ্ধতিতে খেলোয়াড়দের খেলাচ্ছে। যেমনটা শাহীন আফ্রিদির ক্ষেত্রেও হয়েছিল। তিনি যোগ করেন, ‘আমরা যদি নিউজিল্যান্ড সফরের কথা বলি, সেখানে শাহীনকেও একই পদ্ধতি অনুসরণ করতে হয়েছিল। আমরা বলছি না যে আগে পিছে করে ম্যানেজমেন্ট ভুল করেছে। তবে তাঁদের উচিত সবকিছু যৌক্তিকভাবে দেখা। যা পাকিস্তানের জন্য ভালো হয়।’

বাবর- রিজওয়ান টি-টোয়েন্টিতে পাকিস্তানের জন্য অন্যতম সেরা জুটি। এই যুগল পাঁচটি ১৫০ রানের জুটি করেছে।  যার মধ্যে সর্বোচ্চ ২০৩ রানের অপরাজিত ইনিংস। রিজওয়ান আরো বলেন যে, তিনি পাকিস্তানের জন্য যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত।

তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য যদি আমাকে বোলিং করতে হয়, তবে আমি তা করতে প্রস্তুত। এখন পর্যন্ত আমি ২৬ ম্যাচে ৭,৮, এবং ৯ নম্বরে ব্যাটিং করেছি। আমি এটা বলতে পারবো না যে আমি করবো না। বরং আমি আগেও প্রস্তুত ছিলাম আর এখনো প্রস্তুত আছি।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...