হোবার্টের হয়ে অভিষেক মৌসুমে রিশাদ আছেন সেরা তিনে

হোবার্টের হয়ে তাই রিশাদের অভিষেক মৌসুমটা পারফরমেন্সের বিচারে থাকছে সেরা তিনে। এই ধারাবাহিকতা তিনি বাকি মৌসুম গুলোতেও নিশ্চয়ই অব্যাহত রাখতে চাইবেন, সুযোগ পেলে।  

বিগ ব্যাশে দারুণ একটা সময় পার করেছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। ছিলেন দলের অন্যতম মূল্যবান খেলোয়াড়। বলে রাখা ভাল এটাই ছিল অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে রিশাদের প্রথম অংশগ্রহণ। তবে হোবার্টের জার্সিতে অভিষেক মৌসুমে যে স্রেফ রিশাদই উজ্জ্বলতা ছড়িয়েছেন বিষয়টি তেমন নয়।

বিদেশি বোলার হিসেবে হোবার্ট হারিকেন্সের জার্সিতে দারুণ পারফরমেন্সের আরও অনেক নজির রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ইংল্যান্ডের জোফরা আর্চারের ১৬ উইকেট। ২০১৭-১৮ মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে অজিভূমে খেলতে নেমেছিলেন জোফরা আর্চার। দলটির হয়ে ১২টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। উইকেট বাগিয়ে নিয়েছিলেন ১৬টি।

তবে ম্যাচ প্রতি উইকেট সংখ্যা সবচেয়ে এগিয়ে পাকিস্তানি পেসার নাভিদ উল হাসান। তিনি হোবার্টের হয়ে স্রেফ ৮টি ম্যাচ খেলেছিলেন। সেই আট ম্যাচেই তার উইকেট সংখ্যা ছিল রিশাদের সমান। ২০১১-১২ মৌসুমে নাভিদ ১৫টি উইকেট শিকার করেছিলেন বিগ ব্যাশে একবারের চ্যাম্পিয়ন দলটির হয়ে।

এরপরই রয়েছে রিশাদের অবস্থান। ১৫ উইকেট শিকার করেছেন রিশাদ ১২ ম্যাচে। তবে তার এই ১৫ উইকেটের ইম্প্যাক্ট বিবেচনাতেই তিনি হয়েছেন দলটির সবচেয়ে ইম্প্যাক্টফুল খেলোয়াড়। কেননা অধিকাংশ সময়েই দলের প্রয়োজনের মুহূর্তে তিনি উইকেট তুলে নিয়ে, দলকে স্বস্তি এনে দিয়েছিলেন।

এছাড়াও পাকিস্তানের শোয়েব মালিক ও নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে খেলেছেন হোবার্ট হারিকেন্সের হয়ে। নেপালের লেগ স্পিনার অবশ্য ততটাও আলোড়ন সৃষ্টি করতে পারেননি। আট ইনিংসে স্রেফ আটটি উইকেট তুলতে সক্ষম তিনি নিজের অভিষেক বিগ ব্যাশ আসরে, ২০২০-২১ মৌসুমে।

সন্দীপের মতই পরিসংখ্যান ছিল শোয়েব মালিকের। ২০১৩-১৪ মৌসুমে আট ইনিংসে বল করার বিপরীতে স্রেফ আটটি উইকেটই বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি। হোবার্টের হয়ে তাই রিশাদের অভিষেক মৌসুমটা পারফরমেন্সের বিচারে থাকছে সেরা তিনে। এই ধারাবাহিকতা তিনি বাকি মৌসুম গুলোতেও নিশ্চয়ই অব্যাহত রাখতে চাইবেন, সুযোগ পেলে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link