ছবি তোলার হিড়িক লেগে গেল। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসা তারকা ক্রিকেটারদের অন্যতম যে মোহাম্মদ রিজওয়ান, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ক্রিকেটের ধ্রুব তারাদেরও একজন রিজওয়ান। তিনিও তাই ভক্ত-সমর্থকদের চাহিদাটা বোঝেন। অনুশীলনের ক্লান্তি আর রোদের তীব্রতা উপেক্ষা করেই তাই মিটিয়েছেন দর্শকদের চাহিদা।
সাত ফেব্রুয়ারী খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটা এবারের আসরে রিজওয়ানের শেষ ম্যাচ হতে চলেছে। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ খেলার উদ্দেশ্যেই বিপিএলকে এবারের মত বিদায় জানাবেন রিজওয়ান।
তবে বিদায় বেলায় একটা প্রশ্ন উদীত হচ্ছে বটে। দর্শকদের চাহিদা তিনি মিটিয়েছেন, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চাহিদা কি আদোতে মেটাতে পেরেছেন বিশ্ব ক্রিকেটের এই তারকা? সম্ভবত এই প্রশ্নের উত্তরটা নেতিবাচকই হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার গড় প্রায় ৪৯। এমন একজন ব্যাটারের কাছ থেকে বড় সব ইনিংস খেলাটাই ছিল প্রত্যাশিত।
তবে এবারের বিপিএলে এখন অবধি খেলা ৪ ম্যাচে রিজওয়ানের সর্বোচ্চ রান ১৭। ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের বিপক্ষে সমপরিমাণ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। এছাড়া বাকি দুই ম্যাচের একটিতে ১৬ রানে অপরাজিত থেকেছেন। অন্য ম্যাচটিতে ফিরেছেন ১৪ রানেই।
নিজের স্বভাবজাত খেলাটা এবার অন্তত উপহার দিতে ব্যর্থই হয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। সেটা সম্ভবত তিনি উপলব্ধিও করতে পেরেছেন। সেটা সম্ভবত বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আন্দাজ করতে পেরেছেন। ঠিক সেকারণেই স্বল্প সময়ের শীর্ষকে টোটকা দিয়েছেন সালাউদ্দিন।
সে টোটকা মেনে অনুশীলনও সেরেছেন রিজওয়ান। শেষ ম্যাচটাতে নিজেকে উজাড় করেই দিতে চাইবেন তারকা এই ক্রিকেটার। অন্তত নিজের নামের প্রতি সুবিচার করতেন চাইবেন তিনি। ডানহাতি এই ব্যাটার গত আসরেও অংশ নিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে। সেবার ১০ ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা। তাতেই কুমিল্লার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহাক ছিলেন তিনি।
প্রায় ৫০ গড়ে ৩৫১ রান করেছিলেন রিজওয়ান। মাঠ মাতিয়ে রেখেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নিজের প্রতি দলের ও সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছিলেন। এবারের সংক্ষিপ্ত সফরে সেই ঝলক যেন কোথাও একটা উবে গিয়েছে। হয়ত সামনে কোন এক আসরে আবার জ্বলে উঠবেন। সেই ইঙ্গিতটা শেষ ম্যাচে দিয়ে যেতে চাইবেন রিজওয়ান।