রোহিত ও রোহিত, দুই দলের ‘এক’ অধিনায়ক

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম রোহিত শর্মা; বিশ্বজুড়ে তাঁকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে নবাগত এশিয়ান দল নেপালের দলপতির নাম রোহিত পাউডেল - খুব বেশি খ্যাতি না থাকলেও নেপালের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশ তিনি।

একটা ম্যাচ, দুইটি প্রতিপক্ষ – অধিনায়কও দুজন। কেমন হবে যদি দুই অধিনায়কের নাম মিলে যায়? দুইটি আলাদা দেশের দুইজন ক্রিকেটার নাম মিলে যাওয়ার ঘটনাই খুব বেশি দেখা যায়নি; সেখানে অধিনায়কের নামের মিল তো আরো দুর্লভ। তবে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে সেই দুর্লভ ঘটনার সাক্ষী হবে ক্রিকেট বিশ্ব।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম রোহিত শর্মা; বিশ্বজুড়ে তাঁকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে নবাগত এশিয়ান দল নেপালের দলপতির নাম রোহিত পাউডেল – খুব বেশি খ্যাতি না থাকলেও নেপালের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশ তিনি। ২০২১ সালের পর থেকে আন্তর্জাতিক ওয়ানডেতে এই ব্যাটারের সংগ্রহ ১৩৮৩ রান; যেটি কেবল মাত্র বাবর আজমের চেয়ে কম।

ক্রিকেট দুনিয়ায় দুই অধিনায়কের নামের প্রধান অংশ মিলে যাওয়ার ঘটনা এবারই প্রথমবার ঘটতে যাচ্ছে। সেপ্টেম্বরের চার তারিখে ভারতের বিপক্ষে মাঠে নামবে নেপাল, আর তখনই ভিন্নধর্মী এক রেকর্ডের জন্ম হবে। সব ঠিকঠাক থাকলে একসঙ্গে টস করতে নামবেন দুই রোহিত।

এর আগে অবশ্য নামের সেকেন্ড অংশ মিলে যাওয়ার ঘটনা ঘটেছিল নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচে। ২০১১ সালের নভেম্বরে সাদা পোশাকে একসঙ্গে টস করতে নেমেছিলেন রস টেইলর এবং ব্রেন্ডন টেইলর। দুই টেইলরের সেই দ্বৈরথে অবশ্য জয় পেয়েছিলেন কিউই টেইলর।

হেরে গেলেও সেই ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন ব্রেন্ডন টেইলর। এক ইনিংসে ৫০ রান করার পাশাপাশি আরেক ইনিংসে করেছিলেন দুর্দান্ত এক শতক। অন্যদিকে দুই ইনিংসেই ৭৬ রান করেছিলেন তখনকার ব্ল্যাকক্যাপস অধিনায়ক।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...