অবিশ্বাস্য এই কাজটা এর আগেও দুইবার করেছিলেন তিনি। একেবারে ট্রেডমার্ক ও ক্ল্যাসিক রোহিত শর্মার দ্বারাই যেটা সম্ভব। তবে ২০১৭ সালে মোনালিতে আরেকবার সর্বোচ্চ চূড়াটা স্পর্শ করলেন। এ যেন নিজেকেই নিজে বারবার ছাড়িয়ে যাওয়া। নিজেকেই চ্যালেঞ্জ জানিয়ে বলা আমি কিন্তু পিছনেই আছি। রোহিত শর্মাদের মত বিশ্বসেরা ক্রিকেটারদের লড়াইটা তো আসলে নিজের সাথেই করতে হয়।
সম্প্রতি ভারতের ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। গত কয়েক বছর ধরেই সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। আর ওপেনার হিসেবে তো রোহিত অনন্য। একটা ঠান্ডা শুরু, নিজেকে বাইশ গজে থিতু করা , তারপর প্রতিপক্ষকে তছনছ করে ফেলা। এটাই এই ব্যাটসম্যানের একমাত্র ফর্মুলা।
রোহিতের এই থিওরিতেই সেই বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। একেবারে রোহিতের নিজস্ব বইয়ের প্রতিটা অক্ষর মেনে। মোনালির ব্যাটিং পিচেও শুরুটা একেবারে দেখেশুনে। রোহিত জানতেন, এখানে থিতু হওয়াটা সবচেয়ে জরুরি। রান আসবেই। রোহিতের এই থিওরি চোখ বন্ধ করে বিশ্বাস করেছে ভারতও।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ধীর-স্থির রোহিত। এরপর আস্তে আস্তে হাত খুলেছেন। তবে শেষ দশ ওভারে রীতিমত এক ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন মাঠটাকে। আসলে শ্রীলঙ্কা জানতো তাঁদের সাথে কী হতে যাচ্ছে। কেননা এর তিন বছর আগেও এই শ্রীলঙ্কার বিপক্ষেই নিজের দ্বিতীয় ডাব সেঞ্চুরি করেছিলেন। সেবার রোহিতের ব্যাট থেকে এসেছিল ২৬৪ রান। আর মোনালিতে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি করে ছিলেন ২০৮ রানে অপরাজিত।
২০৮ রানের বিশাল ও দানবীয় এই ইনিংসটি খেলার জন্য রোহিত মোট ১৩ টি চার ও ১২ টি ছয় মেরেছিলেন। তাঁর এই ইনিংসে ভর করে ৩৯২ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রোহিতকে সেদিন সঙ্গ দিয়েছিলেন শ্রেয়াস আইয়ারও। ৫০ ওভারের সেই ম্যাচে ১৪১ রানের বিশাল ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। আসলে দ্য হিটম্যান যেদিন খেলেন সেদিন আর কিই বা করার থাকে।
তবে ওয়ানডে ক্রিকেটেও যে ডাবল সেঞ্চুরি করা যায় সেটা প্রথম দেখিয়েছিলেন শচীন টেন্ডুলকার। তিনিই প্রথম এই ফরম্যাটে ভারতের হয়ে কাজটা করেন। আর এই কাজটাকে ডাল-ভাতে পরিণত করে ফেলেছিলেন রোহিত শর্মা। রোহিতের এই রুদ্র মূর্তি প্রথম দেখেছিল অজিরা। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। সেদিন তাঁর ব্যাট থেকে এসেছিল ২০৯ রান।
পরের বছরই আবার শ্রীলঙ্কার বিপক্ষে করেন ২৬৪ রান। ওয়ানডে ক্রিকেটে আদৌ কেউ এই ইনিংস ছুঁতে পারবে কিনা সেও এক জটিল প্রশ্ন। হয়তো রোহিত নিজেই কখনো আবিষ্কার করবেন নতুন কোন উচ্চতা, না হলে হয়তো অপেক্ষা থাকবে আরেক জন হিটম্যানের। তবে এখানেই থামেননি এই ওপেনার।
২০১৭ সালে আবারো এই দুঃস্বপ্ন ফিরিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলারদের। মোনালিতে এবার ব্যাট করেছেন একেবারে শেষ পর্যন্ত। অপরাজিত ছিলেন ২০৮ রানের ইনিংস খেলে। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস ও সর্বোচ্চ তিন বার ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।
এই রেকর্ডগুলো আসলে হিটম্যানের সাথেই যায়। অবিশ্বাস্য এই কাজ গুলোকেই নিয়মিত করে দেখিয়েছেন। এবার ভারত দলের অধিনায়কত্বও পেয়েছেন। বিশেষ এই অর্জনটাকে স্মরণীয় করে রাখতে আরেকটা ডাবল সেঞ্চুরিও হয়ে যেতে পারে। আসলে রোহিতের জন্য তো বোধহয় এটাই সহজ কাজ।