মাঝরাত তখন পেরিয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় সময়টা তখন ২ঃ৩০টা। ঠিক সে সময় অধিনায়কের ক্ষুদে বার্তা পেলে কেমন লাগবে? উত্তরটা আপনার জানা না থাকলেও জানা আছে পীযূষ চাওলার। কেননা ২০২৩ আইপিএল চলাকালে এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন রোহিত শর্মা। উদ্দেশ্য আর কিছুই নয়, পরের ম্যাচের জন্য পরিকল্পনা করা!
সাম্প্রতিক সময়ে রোহিতের নেতৃত্ব গুণের ভূয়সী প্রশংসা শোনা যায় চারপাশে। তাঁর অধীনে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অনেক ক্রিকেটারই। চাওলাও একইভাবে তুলে ধরেছেন তাঁর অভিজ্ঞতা, যেখানে ফুটে উঠেছে রোহিতের কমিটমেন্ট।
এই লেগ স্পিনার বলেন, ‘আমি রোহিতের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি, আমাদের মাঠের বাইরের সম্পর্কও তাই বেশ ভাল। একবার রাতের আড়াইটায় সে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে জেগে আছি কি না। তারপর আমার কাছে এসে একটা কাগজে মাঠের ছবি আঁকে এবং ডেভিড ওয়ার্নারকে আউট করার পরিকল্পনা নিয়ে আলোচনা করে।’
তিনি আরও বলেন, ‘এমন একটা সময়েও সে ভাবছিল আমার কাছ থেকে কিভাবে সেরাটা বের করে আনতে পারে। এটাই তাঁর অধিনায়কত্বের বিশেষত্ব।’
২০১৩ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হলেও হিটম্যানের নেতৃত্বের মুন্সিয়ানা প্রকাশ পেয়েছে ভারত জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন তিনি, এর আগে ২০২৩ সালে টেস্ট আর ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসরের ফাইনাল খেলেছেন।
এ ব্যাপারে চাওলা বলেন, ‘রোহিত স্রেফ অধিনায়ক নয়, সে একজন নেতা। ওয়ানডে বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি বিশ্বকাপ, সে যেভাবে ব্যাট করেছে সেটি বাকি ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। তাঁর অধীনে যে কেউ পূর্ণ স্বাধীনতা পায়।’