রোহিত শর্মা, সর্বেসর্বা

টানা তিন বিশ্বকাপ জয়ী অজেয় অস্ট্রেলিয়ার রিকি পন্টিং কিংবা সাদা বলের সব আইসিসি টুর্নামেন্টে জেতা স্বদেশী মহেন্দ্র সিং ধোনিরও নেই এমন কীর্তি।

সর্বেসর্বা রোহিত শর্মা। শর্মাজি কা বেটা – মানে, পাশের বাসার সেই মাল্টিট্যালেন্টেড ছেলেটা, যে সবকিছুতেই সেরা। যার সাথে তুলনা দিয়েই তৈরি হয় ভালোর স্ট্যার্ন্ডাডটা। ভারত তো বটেই গোটা বিশ্বেই এখন সেই প্যারামিটার হয়ে উঠেছেন তিনি। মাত্র তিন বছরের ক্যাপ্টেনসিতে যা অর্জন করেছেন তা যে করতে পারেননি ইতিহাসের আর কেও।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে রোহিতের ভারত। ব্যাস, এতেই অভূতপূর্ব এক রেকর্ড করলেন ভারতীয় কাপ্তান। কেননা আর আগে কোন ক্যাপ্টেনেরই নেই নিজের দলকে আইসিসির সব প্রতিযোগিতায় ফাইনালে তোলার রেকর্ড। টানা তিন বিশ্বকাপ জয়ী অজেয় অস্ট্রেলিয়ার রিকি পন্টিং কিংবা সাদা বলের সব আইসিসি টুর্নামেন্টে জেতা স্বদেশী মহেন্দ্র সিং ধোনিরও নেই এমন কীর্তি।

রোহিতের নেতৃত্বে ভারত উঠেছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এতকিছু তাও আবার মাত্র তিন বছরে! ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হারলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু তারা ঠিকই জিতে নিয়েছে। যার মাধ্যমেই দীর্ঘ এগারো বছরের আইসিসির শিরোপা খরা কাটায় ভারত। এর আগে সবশেষে ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।

দীর্ঘ এক যুগ পরে আবারও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারত। এই টুর্নামেন্টে  পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। লক্ষ্য একটাই, নিজেদের দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয় করা।

সেই কাঙ্খিত সাফল্যের থেকে মাত্র এক জয় দূরে ভারত। এখন অবধি চার ম্যাচে চারটিতেই জিতে অপ্রতিরোধ্য বেগে উড়ছে রোহিতের দল। কাপ্তান রোহিতের প্রশংসায়ও পঞ্চমুখ ভক্ত-সমর্থক থেকে ক্রিকেট বোদ্ধারা। তবে ব্যাটার রোহিত এই টুর্নামেন্টে তেমন ছন্দে নেই।

চার ম্যাচে মাত্র ২৬ গড়ে তিনি রান করেছেন মোটে ১০৪, সর্বোচ্চ ৪১। তবে শেষটা তিনি রাঙিয়ে দিতে চাইবেন নিশ্চয়ই, নিজের দিনে রোহিত কি-ই না করতে পারেন! সব প্রাপ্তি-সম্ভাবনার ছক আপাতত তোলা রইল ৯ মার্চের ফাইনালের জন্য।

Share via
Copy link