দলবদলের বাজারে নতুন গুঞ্জন। গুঞ্জন সত্যি হলে, এটা ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসেরই অন্যতম আলোচিত দলবদল হিসেবে ঠাঁই পেয়ে যাবে। আর সেটা হল, বার্সোলোনায় যেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খোদ জুভেন্টাসই নাকি পর্তুগিজ এই সুপারস্টারকে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির কাছে বিক্রি করতে প্রস্তাব দিয়েছে। এমন খবর দিয়েছে ফুটবল বিষয়ক গণমাধ্যম গোল.কম।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা – চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবেই খেলেছেন – এই সংখ্যাটা খুব বেশি নয়। এই তালিকায় সবার আগেই আসে ব্রাজিলের রোনালদো আর পর্তুগালের লুই ফিগোর নাম। আরো খেলেছেন স্যামুয়েল ইতো, লুইস এনরিক, মাইকেল লড্রপ, হুলেন লোপেতেগুই ও জ্যাভিয়ের স্যাভিওলারা। গুঞ্জন সত্যি হলে, এই তালিকায় নাম আসবে রোনালদোরও।
জুভেন্টাস মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদ্দেশ্যে রোনালদোকে উড়িয়ে এনেছিল। তবে, তাদের সেই আশা পূরণ হয়নি। টানা দুই মৌসুম ব্যর্থ হয়েছেন তিনি। তবে, সিরি ‘এ’ জিতেছেন দু’বারই।
জুভেন্টাস আগে থেকেই সিরি ‘এ’ চ্যাম্পিয়ন ছিল, ফলে রোনালদো যোগ দেওয়ায় তাঁদের সাফল্যের মুকুটে নতুন কোনো পালক যোগ হয়নি। রোনালদো অবশ্য চেষ্টার কোনো কমতি করেননি। সদ্য শেষ করা মৌসুমে তিনি করেছেন ৩৫ টি গোল।
এর চেয়েও বড় ব্যাপার হল চলমান কোভিড-১৯ প্রকোপে আর্থিক ভাবে বিরাট ক্ষতিগ্রস্থ হয়েছে জুভেন্টাস। তাই, নিজেদের খরচ কমাতে চায় সিরি ‘এ’র ক্লাবটি। সেজন্য, ক্লাব কর্তৃপক্ষ মনে করছে রোনালদো বিক্রি করাটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ভাল সমাধান।
তাই, জুভেন্টাসের ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বার্সেলোনাকে। বার্সেলোনা আগ্রহী থাকলে আর আর্থিক লেনদেনে দুই পক্ষে সমঝোতা হলেই রোনালদো চলে আসবেন বার্সেলোনায়। বার্সেলোনায় আসলে তিনি জুটি বাঁধবেন লিওনেল মেসির সাথে। বিশ্বের ইতিহাসের অবিসংবাদিত সেরা দুই ফুটবলার জুটি বাঁধবেন এক সাথে, ফুটবল প্রেমীরা নিশ্চয়ই সেই দিনের জন্য অপেক্ষার প্রহর গুনছেন।