রোনালদোর নতুন ঠিকানা আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসর। নতুন বছরের শুরুতেই আড়াই বছরের চুক্তিতে আল নাসের এ যোগ দিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।

ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসর। নতুন বছরের শুরুতেই আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্কের ইতি টানেন সিআর সেভেন। যদিও রোনালদো সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া সেই আলোচিত সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলে এমন ক্লাবেই যোগ দিতে চান তিনি।

কিন্তু, রোনালদোর দলবদলের আলোচনার শুরু থেকেই তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছিলো আল নাসর। মন বদলেছেন রোনালদো। শেষ পর্যন্ত সৌদি আরবেই নিজের নতুন ঠিকানা ঠিক করেছেন রোনালদো।

আল নাসরের সাথে মৌসুম প্রতি প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে চুক্তি করছেন রোনালদো। এর মাধ্যমে কোনো ক্রীড়াবিদ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের মালিক এই তারকা। এই চুক্তিতে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর সাইন অন ফি ও পাচ্ছেন রোনালদো।

এই মুহুর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পিএসজি তারকা লিওনেল মেসি আর নেইমারের ৭৫ এবং ৭০ মিলিয়ন ইউরোকে পেছনে ফেলেছেন রোনালদো। শুধু ফুটবলই নয়, বিশ্বের যোকোনো খেলার খেলোয়াড়দের পারিশ্রমিকের দিক থেকে পেছনে ফেলেছেন তিনি।

রোনালদোর নতুন ক্লাব আল নাসের সেদেশের লিগে নিজেদের আধিপত্য ফিরে পাবার লড়াইয়ে আছে। সৌদি আরবের ফুটবল ইউরোপীয় ফুটবল থেকে অনেক অনেক দূরে,তাই রোনালদো নিজের ক্যারিয়ারে অনেকটা পেছনের দিকে হাটলেন বলেই মনে করা হচ্ছে।

যদিও ক্যারিয়ারে পড়তির দিকে থাকা ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজেকে যেন হারিয়ে খুজছেন বেশ কয়েক মৌসুম ধরেই। ম্যানচেস্টার ইউনাইটেডে তার দ্বিতীয় অধ্যায়ের সময়টাও ভালো যায়নি তার। মাঠ এবং মাঠের বাইরে দুই দিক থেকেই সমালোচনার শিকার হয়েছেন তিনি। শেষ মেষ তো একাদশ থেকে বাদ সহ বিভিন্ন ইশ্যুতে ম্যানইউ কোচ টেগ হাগের সাথে দ্বন্দেই জড়ান রোনালদো।

বিশ্বকাপেও সময়টা ভালো যাচ্ছে না তার। পড়তির দিকে থাকা ফর্ম নিয়ে নিজের দেশ পর্তুগালেও সমালোচনা শুরু হয়েছে এই তারকাকে নিয়ে। নতুন ক্লাবে কোচ হিসেবে রুডি গার্সিয়াকে পাচ্ছেন রোনালদো আর সতীর্থ হিসেবে স্প্যানিশ আলভারো গঞ্জালেসকে পাচ্ছেন তিনি। এছাড়াও কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা নাপোলিতে নিজের অধ্যায়ের ইতি টেনে গত মৌসুমে যোগ দিয়েছেন আল নাসেরে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...