বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্রোগ্রামের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির লেভেল ওয়ান কোচিং প্রোগ্রামের প্রধান নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী মাসের ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হবে কোচদের নিয়ে এই প্রশিক্ষণ প্রোগ্রাম।
বিষয়টি খেলা ৭১ – কে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, সে লেভেল ওয়ান প্রোগ্রামের প্রধান নির্দেশক হিসাবে থাকবেন। আমরা আশা করছি সে সবার সাথে তাঁর অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবেন।’
অনেক জেলায় লেভেল-১ ডিগ্রিধারী কোনো কোচ নেই। এই সব জেলা ক্রিকেটাররাও যেন লেভেল-১ ডিগ্রিধারী কোচের সুবিধা পায় সে বিষয় বিবেচনা করেই কোচদের নিয়ে এই প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। জেলা পর্যায় থেকে বাছাই করা ২৪ জন কোচ এই কোচিং প্রোগ্রামে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগেও বিসিবির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন কাজ করেছেন সালাউদ্দিন। ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স ও শন উইলিয়াসনের অধীনে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সালাউদ্দিনের। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
ভারতের পাতিলায়া ক্রিকেট একাডেমি থেকে কোচিং এ লেভেল সার্টিফিকেট অর্জন করা এই কোচ মাত্র ২৩ বছর বয়সেই কোচ হিসেবে যোগ দেন বিকেএসপিতে। এরপর ২০০১ – ২০০২ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নেন সালাউদ্দিন।
প্রথম সুযোগেই বাজিমাত করেন তিনি। সালাউদ্দিনের অধীনেই সেই বার প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এরপর গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স এবং আবাহনীর হয়ে একবার শিরোপা জেতেন তিনি।
তারঁ অধীনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দু’বার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাঁর অধীনেই ২০১৪ সালের বিপিএলে সিলেট সিক্সার্স এবং ২০১৬ সালে চিটাগং ভাইকিংস সেমিফাইনাল খেলেন। সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।