সরফরাজের বাবার নাম ব্যবহার করে প্রতারণা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া একাউন্ট খুলে বলা হচ্ছে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোন একটা দলের সঙ্গে আছেন, সেই দলে সুযোগ করে দিবেন যদি চাহিদা মাফিক টাকা দেয়া হয়।

প্রতিভাবান ক্রিকেটার সরফরাজ খানের পিতা নওশাদ খানকে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া একাউন্ট খুলে বলা হচ্ছে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোন একটা দলের সঙ্গে আছেন, সেই দলে সুযোগ করে দিবেন যদি চাহিদা মাফিক টাকা দেয়া হয়। নওশাদ খান নিজেই এবার এই ব্যাপারে সবাইকে সাবধান করেছেন। সেই সাথে ছদ্মবেশী প্রতারকদের সতর্ক করেছেন।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল সরফরাজের। অভিষেক ম্যাচেই জোড়া হাফসেঞ্চুরি করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তাঁর ছোট ভাই মুশির খান দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪-এ টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে ৩৬০ রান করেন মুশির। সেজন্য ভারতীয় ক্রিকেটাঙ্গনে এই দুই ক্রিকেটারের বাবাকে বাড়তি আগ্রহ রয়েছে সবারই।

এরই সুযোগে কিছু প্রতারক নওশাদ নাম ব্যবহার করে গড়ে তুলেছে দুষ্ট চক্র। তরুণ ক্রিকেটারদের আইপিএলে সুযোগ করে দেয়ার বিনিময়ে টাকা দাবি করছে তাঁরা। এদের ফাঁদে পা না দিতে তাই সবাইকে সতর্ক করেছেন সরফরাজের বাবা।

তিনি বলেন, ‘আমার নামে ফেসবুক ও ইনস্টাগ্রামে অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে। নেট বোলার হিসাবে আইপিএলে সুযোগ দেয়া হবে কিংবা রাজ্য দলে জায়গা করে দেয়া হবে এমন সব প্রলোভন দেখিয়ে এই অ্যাকাউন্টগুলো বাচ্চাদের কাছে টাকা চাচ্ছে।’

এরপর এই ভদ্রলোক বলেন, ‘আমি আপনাদের সতর্ক করছি তাদের বিশ্বাস করবেন না। বরং নিজের কঠোর পরিশ্রমে বিশ্বাস করবেন। আমি কোন আইপিএল দলের সাথে যুক্ত নই, আমি কোথাও কোচিংও করাই না। দয়া করে তাদের বিশ্বাস করবেন না।’

সরফরাজ খান নিজেই অবশ্য আইপিএলে দল পাননি এবার। নিলামের আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছিল, নিলামেও কেউই আগ্রহ দেখায়নি। কিন্তু ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ দৃশ্যপট বদলে দিয়েছে; শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস মোটা অঙ্কের বিনিময়ে তাঁকে দলে নিতে পারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...