জ্বরে আক্রান্ত শাহীন আফ্রিদি!

আগামী ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। জ্বরে আক্রান্ত হয়েছেন দলট পেস কাণ্ডারি শাহীন শাহ আফ্রিদি। 

টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ অভিযানের শুরুটা দারুণ ভাবেই রাঙিয়েছিল পাকিস্তান। তবে, এরপরই ভারতের কাছে হেরে ছন্দপতন হয়েছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটির। আগামী ২০ অক্টোবর ব্যাঙ্গালুরুতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে বড় দু:সংবাদ পেয়েছে দলটি। জ্বরে আক্রান্ত হয়েছেন দলটির পেস কাণ্ডারি শাহীন শাহ আফ্রিদি।

জানা গেছে, ব্যাঙ্গালুরুতে পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন আফ্রিদি। এই মৌসুমে শহরটিতে ভাইরাল জ্বরের বেশ প্রকোপ। আর তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই পেসারকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে রয়েছে প্রবল শঙ্কা। তবে শাহীন একাই নন। শোনা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের স্পিন বোলার উসামা মীরও।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত কয়েকদিনে দলের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছেন। তবে এর মধ্যে অনেকে সুস্থও হয়ে উঠেছেন।’

এর আগে জানা গিয়েছিল, ব্যাঙ্গালুরু পৌঁছনোর পর ওপেনিং ব্যাটার আব্দুল্লাহ শফিকসহ পাকিস্তানের কয়েক জন ক্রিকেটার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ কারণে সূচি অনুযায়ী মঙ্গলবারও অনুশীলন করার কথা থাকলেও পাকিস্তান দলের পক্ষ থেকে অনুশীলন বাতিল করা হয়।

তবে, শেষ মুহূর্তে এসে পাকিস্তান ধাক্কা খেলো শাহীন আফ্রিদির জ্বরে। এমনিতে এর আগে ইনজুরির কারণে নাসিম শাহর ছিটকে যাওয়া বেশ ভুগিয়েছে পাকিস্তানকে। এরপর শাহীন আফ্রিদি পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেলে নিশ্চিতভাবেই ব্যাকফুটে থাকবে পাকিস্তান। যদিও এবারের বিশ্বকাপে এখনও চেনা ছন্দে দেখা যায়নি শাহীনকে। আগের তিন ম্যাচে ১৩৯ রান খরচ করে মাত্র ৪ উইকেট পেয়েছেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...