নির্বাচক আফ্রিদির আদর্শ ভারত

বিরাট রদবদলের মধ্যে দিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাহবাজ শরীফের ক্ষমতা গ্রহণের পর পদ হারিয়েছেন রমিজ রাজা। চাকরি গেছে পাকিস্তানের নির্বাচক প্যানেলেরও। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।

বিরাট রদবদলের মধ্যে দিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাহবাজ শরীফের ক্ষমতা গ্রহণের পর পদ হারিয়েছেন রমিজ রাজা। চাকরি গেছে পাকিস্তানের নির্বাচক প্যানেলেরও। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।

দায়িত্ব নেবার পর আফ্রিদি জানালেন তিনি ঢেলে সাজাতে চান পাকিস্তান দলকে। আরো শক্তিশালী করতে চান পাকিস্তানের পাইপ লাইন।এক্ষত্রে আফ্রিদির আদর্শ ভারতীয় ক্রিকেট দল।

নতুন বছরে নতুন ভাবে নিজের দায়িত্ব শুরু করতে চান আফ্রিদি। ভারতীয় ক্রিকেট দলের আদলে সাজাতে চান পাকিস্তান ক্রিকেটকে। পাকিস্তান দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান আফ্রিদি। তিনি বলেন, ‘আমি চাই আমার কার্যকালের মেয়াদ শেষ হবার আগেই পাকিস্তানের দুটো দল প্রস্তুত করতে। বেঞ্চের শক্তি বৃদ্ধিই লক্ষ্য আমার।’

আফ্রিদি মনে করেন, বেঞ্চের শক্তি বৃদ্ধিতে আদর্শ হতে পারে ভারত। আফ্রিদি মনে করেন, বেঞ্চের শক্তি বৃদ্ধির সুফল পাচ্ছে ভারত। আফ্রিদি বলেন, ‘ভারতের দুইটি দল শুধু একসাথে খেলছেই না। দুটো দলেরই যেকোনো দলকে হারানোর সক্ষমতা আছে। শাহিন আফ্রিদি, হারিস রউফ আর নাসিম শাহ’র অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বোলিং আক্রমণকে দুর্বল দেখিয়েছে।’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যাবধানে সিরিজ হারের পর দল নিয়ে তাই ভাবতেই হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান ক্রিকেটে যাচ্ছে না ভালো সময়।

দায়িত্ব নিয়েই আফ্রিদি খুঁজে বের করার চেষ্টা করছেন দেশের ক্রিকেটের ফাঁকফোকর গুলো। সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় আগে যোগাযোগের অভাব ছিল একটা। খেলোয়াড়দের সাথে ব্যক্তিগত ভাবে কথা বলে আমার এটাই মনে হয়েছে। আমার মনে হয় ক্রিকেটারদের সাথে নির্বাচকদের একটা সরাসরি ও নিয়মিত যোগাযোগ থাকা দরকার।’

কোনো খেলোয়াড়ের বিশ্রাম বা ইনজুরিতে যেন দল বিপাকে না পড়ে সেই ব্যাপারে কাজ করতে চাচ্ছেন আফ্রিদি। পাকিস্তানের নব-নিযুক্ত প্রধান নির্বাচক সব জায়গার জন্য বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতে চান। ভারতের মত রোটেশন পলিসিতে যেন দুটো দল একসাথেই খেলতে পারে সেটিই আপাতত লক্ষ্য আফ্রিদির।

সাবেক এই  অলরাউন্ডার এবার নির্বাচক হিসেবে কতটা সফল হন সেটিই দেখার বিষয়। আফ্রিদির নেতৃত্বে পাকিস্তানের অন্তবর্তীকালীন নির্বাচক কমিটিতে জায়গা হয়েছে আফ্রিদিরই সাবেক সতীর্থ আবদুল রাজ্জাকের। সাথে আছেন আরেক সাবেক পেস বোলাররাও ইফতিখার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...