কবে ফিরবেন আর্চার?

ক্যারিয়ারের শুরু থেকেই জোফরা আর্চারের লড়াইটা ইনজুরির সাথে। ইংল্যান্ডকে ঘরের মাঠে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আর্চার এরপর মাঠের চেয়ে মাঠের বাইরেই ছিলেন বেশি। কনুই আর কোমরের ইনজুরিতে ভুগতে থাকা এই পেসার এখন অনেকটাই ফিট। দীর্ঘ ইনজুরি কাটিয়ে প্রায় দেড় বছর পর নতুন বছরেই মাঠে ফিরতে যাচ্ছেন আর্চার।

ক্যারিয়ারের শুরু থেকেই জোফরা আর্চারের লড়াইটা ইনজুরির সাথে। ইংল্যান্ডকে ঘরের মাঠে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আর্চার এরপর মাঠের চেয়ে মাঠের বাইরেই ছিলেন বেশি। কনুই আর কোমরের ইনজুরিতে ভুগতে থাকা এই পেসার এখন অনেকটাই ফিট। দীর্ঘ ইনজুরি কাটিয়ে প্রায় দেড় বছর পর নতুন বছরেই মাঠে ফিরতে যাচ্ছেন আর্চার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের আগমনের খবর জানিয়েছেন আর্চার নিজেই। নিজের টুইটার অ্যাকাউন্টে আর্চার লেখেন, ‘২০২২, ধন্যবাদ; ২০২৩, আমি প্রস্তুত।’

সাউথ আফ্রিকায় প্রথম বারের মত অনুষ্ঠিত ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন আর্চার। সাউথ আফ্রিকান টি-টোয়েন্টি লিগে আর্চার খেলবেন আইপিএলে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন কেপটাউন ফ্রাঞ্চাইজিতে।

এর আগে গতবছর আইপিএলের মেগা মিলামে ইনজুুরিতে আক্রান্ত আর্চারকে ৮ কোটি রুপিতে কিনে নেয় মুম্বাই। নিলামের আগেই জানা ছিল, ২০২২ আইপিএলের পুরো মৌসুমেই খেলতে পারবেন না আর্চার। তবুও মেগা নিলাম থেকে ৮ কোটি রূপিতে আর্চারের সার্ভিস নিশ্চিত করে আইপিএলের সফলতম দল মুম্বাই।

তবে সামনের মৌসুমের পুরো ফিট আর্চারকেই পেতে যাচ্ছে মুম্বাই। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের জার্সিতে বুমরাহ-আর্চারের জুটি দেখাও হবে দর্শকদের জন্য দারুণ রোমাঞ্চকর।

এর আগে নভেম্বরে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের সাথে ট্রেনিং এ ফেরেন আর্চার। ট্রেনিংয়েই পুরো ফিট আর্চারকে দেখা যায়। সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে খেলার পর ইংল্যান্ডের জার্সিতে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নামবেন আর্চার। এরপরেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডের হয়ে বাংলাদেশে আসবেন এই পেসার।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী আর্চার ইংল্যান্ডের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন প্রায় ২ বছর আগে, ২০২১ সালের মার্চে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...