বিকেলে পুনেতে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। এর আগে সকালে আবারও হাসপাতালে যেতে হয়েছে সাকিব আল হাসানকে। কারণ, ভারতের বিপক্ষে ম্যাচের আগেই নিজের ফিটনেস ফিরে পেতে মরিয়া তিনি।
হাসপাতাল থেকে পাওয়া স্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করে সাকিবের ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, ওয়ানডে অধিনায়কের চোট গ্রেড ওয়ান টিয়ার।
এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময়ের বিশ্রাম দরকার হয়ে থাকে। তবে, বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ হ্যাটট্রিক জয়ের স্বাদ পাওয়া ভারত।
এই ম্যাচে সাকিবকে ভীষণ দরকার। তাই, যে কোনো মূল্যেই সাকিব খেলতে চান। তবে, সেই সিদ্ধান্ত অবশ্য ঝুলে আছে।
যদিও, সাকিব মঙ্গলবার পুনেতে ছিলেন দলের নিয়মিত অনুশীলনে। তাঁর রানিং ও ব্যাটিং দেখে মনে হয়েছে বেশ সাবলীলই আছেন তিনি।