কানাডায় ব্যাটে কিংবা বলে দাপট দেখিয়ে চলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় ম্যাচেও স্বভাবসুলভ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখেন।
বল হাতে মিতব্যয়ী বোলিংয়ের সাথে পান এক উইকেট। পরে টি-টোয়েন্টির মেজাজ বুঝে ব্যাটিংও করেন। ফলে, আবারো জয় পেয়েছে মন্ট্রিল টাইগার্স। রোববার তাঁরা ৭ উইকেটে জিতেছে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে।
সাকিব ৪ ওভারে দেন ২৮ রান। ওভারপ্রতি সাত করে রান। টি-টোয়েন্টির বিবেচনায় একে মিতব্যয়ী বলাই যায়। তার ওপর তিন বিপজ্জনক হয়ে উঠতে থাকা আজম খানকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান।
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে শোয়েব মালিকের দল মিসিসাগা। জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান মোহাম্মদ ওয়াসিম। এরপর অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে ৬০ রানে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান সাকিব।
সাকিব ২৪ বলে ৩৬ রান করেন। ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে যায় সাকিবের দল। লিন শেষ পর্যন্ত নয়টি চার ও একটি ছক্কায় ৬৪ রান করে ছিলেন অপরাজিত।
সাকিব পারলেও জিম্বাবুয়েতে দিনটাকে স্মরণীয় করে রাখতে পারেননি মুশফিকুর রহিম। প্রথম ম্যাচের মতো এবার তিনি ব্যাট হাতে বড় কিছু দেখাতে পারেননি।। জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ১৩ বলে ১৬ রান তুলতে পারেন মুশফিক।