গত ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে আবু ধাবি টি-টেন লিগ। বরাবরের মতো এবারও অংশ নিচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ‘বাংলা টাইগার্স’। আর তারই অংশ হিসেবে দলটির আইকন ক্রিকেটার সাকিব আল হাসান এখন দুবাই-এ অবস্থান করছেন।
তবে সাকিব দুবাইতে গেলেও আঙুলের ইনজুরির কারণে এবারের আসরে তাঁকে দেখা যাবে না। তিনি মূলত বাংলা টাইগার্সের ফটোশ্যুটে অংশ নিতে অনেকটা তাড়াহুড়ো করেই দুবাই-তে গিয়েছেন।
অবশ্য সাকিবের এ দুবাই সফর মাত্র দিন দুয়েকের জন্য। ফটোশ্যুটের পরই তিনি আবারো দেশে ফিরবেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের ক্ষমতাসীন আওয়ামী লিগের মনোনীত প্রার্থী তিনি। ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে তাই আগামী মাস ব্যস্ত সময়ই পার করবেন টাইগার এ অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকেই সাকিব রয়েছেন মাঠের বাইরে। ঘরের মাটিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে নিউজিল্যান্ড সফরেও নির্বাচনী ব্যস্ততার কারণে তাঁকে পাওয়া যাবে না।