তবুও সাদা বলের ক্যারিয়ার শেষ শামির!

বিশ্বকাপে দুর্দান্ত একটা সময় পার করেছেন মোহাম্মদ শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে বৈশ্বিক এ আসরের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। তবে নতুন খবর হচ্ছে, সাদা বলের ক্রিকেটে লম্বা একটা বিরতি নিতে পারেন ভারতীয় এ পেসার।

বিশ্বকাপে দুর্দান্ত একটা সময় পার করেছেন মোহাম্মদ শামি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে বৈশ্বিক এ আসরের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। তবে নতুন খবর হচ্ছে, সাদা বলের ক্রিকেটে লম্বা একটা বিরতি নিতে পারেন ভারতীয় এ পেসার।

মূলত স্বাস্থ্যগত কারণ ও লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা গিয়েছে। অর্থাৎ বিশ্বকাপ মাতানো এ বোলারকে ভারতের জার্সি গায়ে আপাতত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে না দেখার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে ভারতের বার্তাসংস্থা পিটিআই বলেছে, ‘সামনে টেস্টে ব্যস্তসূচি অপেক্ষা করছে। আর এ কারণেই শামিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার সম্ভাবনা কম। তা ছাড়া এ সময়কালে সাদা বলের ক্রিকেটে ভারতের তেমন ব্যস্ততাও থাকবে না।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শামির খেলার সম্ভাবনা নিয়ে পিটিআই আরো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে আইপিএল অনেকটা ভূমিকা রাখবে। সেখানে ভাল ছন্দে থাকলেই শামি বিশ্বকাপ দলের জন্য বিবেচিত হবেন।

আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে ভারত। যদিও সে টেস্টে শামির খেলা নিয়ে রয়েছে সংশয়। তবে অজিত আগারকার নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক আশ্বস্ত যে, প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে শামিকে।

এবারের বিশ্বকাপে প্রথম ৪ ম্যাচে সুযোগই পাননি শামি। তবে ইনজুরিতে হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় সুযোগ মেলে এ পেসারের। আর সে সুযোগেই বাজিমাত করেন শামি। ৩ টা ফাইফার সহ নেন আসরের সর্বোচ্চ ২৪ উইকেট। ফাইনাল জেতাতে পারেননি। তবে ইতিহাসের প্রথম বোলার হিসেবে সেমিতে ৭ উইকেট নিয়ে ভারতকে ফাইনালে তোলার পথে ছিলেন অন্যতম কারিগর।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...