সাকিব ম্যাজিকে বরিশালের জয়রথ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের আসরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। টানা চার জয়ে টেবিলের শীর্ষে সাকিবরা। যথারীতি ম্যাচ সেরা সাকিবই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের আসরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। টানা চার জয়ে টেবিলের শীর্ষে সাকিবরা। যথারীতি ম্যাচ সেরা সাকিবই।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩২ রান তুলেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। এরপর গেইল ১০ রানে ফিরলে দ্রুতই ফিরেন নাজমুল শান্ত। তবে একপ্রান্তে চলমান ছিলো মুনিম ঝড়! তৃতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসানের সাথে ২০ রান যোগ করা পথে দলীয় ৬৯ রানে ব্যক্তিগত ২৫ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস শেষে আউট হন মুনিম।

এরপর চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়কে নিয়ে ৬৭ রানের জুটির পথে বরিশালকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন সাকিব। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে ৩৬ বলে ফিফটি তুলে নেন সাকিব! তবে দলীয় ১৩৬ রানে সাকিব ৩৭ বলে ৫০ রানে ফিরলে খুব বেশিদূর যেতে পারেনি বরিশাল।

নট আউট থাকলেও তৌহিদের ৩৭ বলে ৩১ রানের ধীরগতির ইনিংসে পিছিয়ে পড়ে সাকিবদের দল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসকে ফেরান সাকিব। এরপর দলীয় ২৩ রানে ব্যক্তিগত ১৭ বলে ১৯ রানে সাকিবের দ্বিতীয় শিকার হয়ে আউট হন লিটন দাস। ডোয়াইন ব্রাভোর শিকার হয়ে মাহমুদুল হাসান জয়ও দ্রুত ফিরলে মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা।

এরপর নাইম হাসান-শান্তদের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে কুমিল্লা। মঈন আলি, সুনিল নারাইনরা ফিরেন ব্যর্থতার পরিচয় দিয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭০ রানে তখন দলের ৭ ব্যাটার প্যাভিলিয়নে।

৫৮ রানে ৩ উইকেট থেকে মাত্র ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকেও ছিটকে যায় কুমিল্লা! শেষ দিকে করিম জানাতের ১৩ বলে ১৭ ও তানভীর ইসলামের ১৪ বলে অপরাজিত ২১ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

  • সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল – ১৫৫/৫ (২০ ওভার); সাকিব ৫০(৩৭), মুনিম ৪৫(২৫), হৃদয় ৩১(৩৭)*; তানভীর ৩-০-২২-২, মুস্তাফিজ ৪-০-৩০-১, মঈন ৩-০-২১-১, জানাত ২-০-৬-১।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ১২৩/৯ (২০ ওভার); মুমিনুল ৩০(৩০), লিটন ১৯(১৭), তানভীর ২১(১৪)*, করিম জানাত ১৭(১৩); নাইম ৪-০-২৯-৩, সাকিব ৪-০-২০-২, ব্রাভো ৪-০-২৯-২, শান্ত ২-০-৫-১।

ফলাফল: ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী।

ম্যাচ সেরা: সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...