বার্জার পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শান্ত

মাঠের পারফরম্যান্স যাই হোক না কেন, মাঠের বাইরের সময়টা ভালই কাটছে নাজমুল হোসেন শান্তর। দেশের শীর্ষ পেইন্ট সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান, বার্জার পেইন্টসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন জাতীয় দলের এই অধিনায়ক।

বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা, জনাব তানজিন ফেরদৌস আলমের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত
হয়। নতুন এই ভূমিকায় শান্ত বার্জারের বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নিবেন।

নাজমুল হোসেন শান্ত-এর আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তা বার্জার পেইন্টসের সুনাম বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। জানিয়ে রাখা ভাল, এবারই প্রথমবারের মত নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link