এশিয়া কাপ শেষ শান্তর

বিরাট দু:সংবাদ আসল লাহোর থেকে। এশিয়া কাপ শেষ নাজমুল হোসেন শান্তর। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ তাঁকে দেখা যাবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)।

শান্তর বিকল্প হিসেবে এশিয়া কাপের দলে ঢুকে গিয়েছেন লিটন দাস। লিটন দাসের ফেরাটা বাংলাদেশের জন্য সুসংবাদ। তবে, কে জানত, এর জন্য বিসর্জন দিতে হবে শান্তকে।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটার শান্ত। প্রথম ম্যাচে ৮৯ ও পরের ম্যাচে ১০৪ রান করেন তিনি। এখন অবধি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাই তাঁকে ছাড়া খেলাটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিংই হবে।

বিসিবির ফিজিও বায়জিদ ইসলাম বলেন, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময়ই শান্ত হ্যামস্ট্রিংয়ের কথা জানিয়েছে আমাদের। এরপর ও ফিল্ডিংও করতে পারেনি। আমরা তার এমআরআই করিয়েছি। ও পেশিতে ফাঁটল আছে। শান্ত এশিয়া কাপে আর খেলছে না, সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে এবং বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্ত বলেন, ‘আমার এশিয়া কাপ যাত্রা এখানেই শেষ। আমার হ্যামস্ট্রিংয়ের মাসল টিয়ারে এই টুর্নামেন্টে আর খেলতে পারব না। বাংলাদেশ দলের প্রতি আমার শুভকামনা থাকল। বাড়ি ফিরে এখন বিশ্বকাপের প্রস্তুতি নেবো। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

এশিয়া কাপে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানের লাহোরে এই ম্যাচ দিয়েই সুপার ফোরের লড়াই শুরু হবে। এর আগে বাংলাদেশকে বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল শান্তর ইনজুরি।

এরই মধ্যে এশিয়া কাপ খেলতে লাহোরে পৌঁছে গেছেন লিটন দাস। ফলে, নতুন করে শান্তর কোনো বিকল্প খুঁজবে না বাংলাদেশ দল।

কিন্তু, লিটন তো ওপেনার। এই অবস্থানে তিনে খেলবেন কে? এই প্রশ্নে দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। তবে, অধিনায়ক সাকিব আল হাসানের তিনে খেলার অভিজ্ঞতা আছে। তিনি সম্ভবত তিনে নামবেন।

বিকল্প ভাবনা হল, ওপেনিং জুটি আগের মত রেখে লিটন দাসকে তিনে নামানো। তবে, টিম ম্যানেজমেন্ট এখনও কিছু নিশ্চিত  করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link