ওপেনিংয়েই থাকছেন মিরাজ?

২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে এই দু’জনের ওপর ভরসা রেখেছিলেন তখনকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই ভরসার প্রতিদানও তাঁরা দিয়েছিলেন। এবারও কি দিতে পারবেন?

‘মেক শিফট’ ওপেনার হিসেবে নেমেই সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। দলের অন্যান্য ওপেনাররা যেখানে রানের দেখাই পাচ্ছেন না।

মোহাম্মদ নাঈম শেখের ব্যাট হাসছে না। আফগানিস্তানের বিপক্ষে ভাল সূচনা পেয়েও তিনি ধরে রাখতে পারেননি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষিক্ত তানজিদ হাসান তামিম ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, এনামুল হক বিজয়ের ওপর ভরসা নেই টিম ম্যানেজমেন্টের। সেজন্য দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে লিটন দাসকে। শারীরিক অসুস্থতার জন্য এই লিটন এশিয়া কাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন।

এখন লিটনকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করার সর্বোচ্চ চেষ্টাই করছে বংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে আইনী জটিলতা থাকলেও বিসিবি আশাবাদী।

যে করেই হোক পাকিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে খেলবেন লিটন। বিসিবির মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েছেন তিনি।

এখন লিটন খেললে, একাদশ থেকে সরানো হবে কাকে? নাঈম না মিরাজ? পারফরম্যান্স বিবেচনা করলে নাঈম শেখকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি।

পাকিস্তানের পেস বোলিং আক্রমণের বিপক্ষে মেহেদী মিরাজ নতুন বল সামলাতে পারবেন কি না – সে নিয়ে অবশ্য সন্দেহ থাকছেই। মিরাজ নিজে অবশ্য আশাবাদী।

তিনি বলেন, ‘আমি সব সময় যেকোনো বোলারকে মোকাবিলা করতে প্রস্তুত। আমার জন্য এটা আবার নতুন শুরু। যদি দল সুযোগ দেয়, পরের ম্যাচগুলোতে ওপেন করব।’

মানে ওপেনার হিসেবে খেলতে প্রস্তুত মিরাজ। তাহলে এবার লিটন-মিরাজ জুটিই নামছেন ওপেন করতে! ওয়ানডেতে এই ওপেনিং জুটি অবশ্য নতুন নয়।

২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে এই দু’জনের ওপর ভরসা রেখেছিলেন তখনকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই ভরসার প্রতিদানও তাঁরা দিয়েছিলেন। এবারও কি দিতে পারবেন? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...