নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিরবেন শান্ত

নাজমুল হোসেন শান্তর ইনজুরি গুরুতর নয়। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের মাসল টিয়ার হয়েছে। ডাক্তারদের তরফ থেকে জানা গেছে, শান্তর সেরে উঠতে সপ্তাহ দুয়েক সময় লাগবে।

এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। মানে, শান্তর এশিয়া কাপে খেলার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেটা নিশ্চিত করেছে।

এশিয়া কাপ শেষেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও সব কিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষেই মাঠে ফিরবেন বাংলাদেশের ব্যাটিংয়ের এই প্রাণভোমরা।

চলতি এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটার শান্ত। প্রথম ম্যাচে ৮৯ ও পরের ম্যাচে ১০৪ রান করেন তিনি। এখন অবধি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাই তাঁকে ছাড়া খেলাটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিংই হবে।

আফগানদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার ম্যাচের পরই অস্বস্তির কথা জানান শান্ত। এরপর এমআরআই করানো হয়। এরপরই আসে দু:সংবাদ।

তাঁকে বাদ দিয়েই এশিয়া কাপের বাকি অংশ খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সামনেই বিশ্বকাপ, ফলে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।

লিটন দাস সুস্থতায় ফিরে লাহোরে পৌঁছে গেছেন শান্তর বদলী হিসেবে। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলে ফেলবেন ম্যাচ, তবে কোন পজিশনে খেলবেন – সেটা এখনও নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link