শিভাম দুবে, মেইড বাই চেন্নাই

হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি আশীর্বাদ হয়ে এসেছে শিভম দুবের জন্য। পান্ডিয়া না থাকায় আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন তিনি, আর এই সুযোগে দেখাচ্ছেন নিজের সামর্থ্য। পরপর দুই ম্যাচে অলরাউন্ডিং পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই তারকা। তাঁর পাওয়ার হিটিং আলাদাভাবে নজর কেড়েছে।

তবে এটাকে ‘গড গিফটেড’ মানছেন দুবে। তিনি বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে ক্রমাগত উন্নতি আনতে পেরে আনন্দিত। আমার শট খেলার যে দক্ষতা রয়েছে তা ঈশ্বরের উপহার। আমি নিজেও এটি নিয়ে অনেক কাজ করেছি।’

এর আগেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন এই ব্যাটার। সেসময় বলার মত কিছু করতে পারেননি, কিন্তু এবারের গল্পটা ভিন্ন। আর এজন্য চেন্নাই সুপার কিংসকে কৃতিত্ব দিচ্ছেন তিনি। তাঁর মতে, মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে নিজের সেরাটা বের করে আনতে পেরেছেন।

এই তারকা বলেন, ‘তাঁরা (চেন্নাই) আমার সেরাটা বের করে আনতে সাহায্য করেছে। সবসময়ই আমার উপর ভরসা রেখেছে এবং উৎসাহ দিয়ে গিয়েছে। স্টিফেন ফ্লেমিং আর মাইক হাসিরাও বিশ্বাস করেছিল আমাকে।’

ফিনিশার হিসেবে মানসিকভাবে তৈরি হওয়ার ক্ষেত্রে ধোনিকে নিজের অনুপ্রেরণা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে মাহি ভাইকে যা করতে দেখেছি, আমিও সেটা করার জন্য কাজ করছি। আমাকে শান্ত এবং সংযত থাকতে হবে। সেই সাথে একটা নির্দিষ্ট সময়ে একটাই বলের উপর ফোকাস করতে হবে।’

স্পিন বলের বিপক্ষে শিভম দুবের সক্ষমতা জানা আছে সবার। কিন্তু পেস বল তাঁর জন্য একটা চ্যালেঞ্জিং জায়গা এমনটা স্বীকার করে তিনি বলেন, আমি এটা নিয়ে অনেক কাজ করেছি। যখন আমি ঘরোয়া ক্রিকেট খেলতাম, তখন আমি সব বোলারের ওপর আধিপত্য দেখাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু যখন আইপিএল এবং ভারতীয় দলের কথা আসে, তখন বোলাররা ১৪০ কিমি/ঘন্টা গতিতে বোলিং করে, তাই ব্যাট করাটা সহজ না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link