মাঝে বিতর্ক হলো অনেক, রঞ্জি ট্রফিতে ইনজুরির অজুহাতে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। সেই বিতর্ক কাটিয়ে মাঠে ফিরলেও লাল বলে অবাঞ্চিত হয়ে পড়েছেন তিনি; ভারতের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে তাঁকে, এমনকি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি তাঁর।
তবে এবার টেস্ট দলে ফিরতে সংকল্পবদ্ধ হয়ে উঠেছেন এই ডানহাতি, ওয়ানডের মত টেস্টেও বিশেষজ্ঞ মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। আর সেজন্য মুম্বাইয়ের হয়ে চার দিনের ম্যাচও খেলবেন চলতি আগস্টেই।
বুচি বাবু ইনভাইটেশনাল টুর্নামেন্টে খেলবে মুম্বাই রাজ্য দল। আর এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে স্কোয়াডে যোগ দিবেন আইয়ার। তাঁর সঙ্গে থাকবেন টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদব। ২৭ আগস্ট জম্মু-কাশ্মীরের বিপক্ষে মাঠে দেখা যাবে তাঁদের দু’জনকে। যদিও এক ম্যাচের বেশি খেলার পরিকল্পনা নেই তাঁদের কারোই।
এদিকে টেস্ট দলে শ্রেয়াসের প্রত্যাবর্তনের ইচ্ছে নিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) প্রধান সঞ্জয় প্যাটেল বলেন, ‘বুচি বাবু টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন শ্রেয়াস। তিনি লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী। যদিও শ্রেয়াস এবং সুরিয়া শুধু এক ম্যাচ খেলবেন, তবে এটা অন্যান্য রাজ্য দলগুলোর কাছে একটি শক্তিশালী বার্তা দিবে যে জাতীয় দলের খেলোয়াড়রাও মুম্বাইয়ের হয়ে খেলতে আগ্রহী।’
সাম্প্রতিক সময়টা অবশ্য ভালোই কাটছে এই ব্যাটারের; মুম্বাইকে রঞ্জি ট্রফি জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, অধিনায়ক হিসেবে জিতেছেন আইপিএল। তাছাড়া বিতর্ক ছাপিয়ে ওয়ানডে দলেও নিজের জায়গা পাকা করেছেন তিনি।
এখন তাঁর নজর সাদা পোশাকের দিকে, তবে কাজটা মোটেই সহজ হবে না। ইংল্যাান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে সরফরাজ খান ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তাই পুনরায় তাঁকে সরিয়ে একাদশে সুযোগ পেতে অগ্নি পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে শ্রেয়াস আইয়ারকে।