শুভমান গিল, রীতিমত চীনের প্রাচীর

শামি আর প্যাট কামিন্স চেপে বসতে চেয়েছিলেন গুজরাট টাইটান্সের উপর। কিন্তু সেটা হতে দেননি শুভমান গিল।

১৬ রানে নেই দুই উইকেট। এমন পরিস্থিতিতে খোলস বন্দী হওয়ার কথা। কিন্তু শুভমান গিল যেন এক ভিন্ন ধাতু। তিনি পালটা আক্রমণের পথ বেছে নিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম সেরা বোলার মোহাম্মদ শামিকে দিয়েই তার আঘাতের শুরু।

শামি আর প্যাট কামিন্স চেপে বসতে চেয়েছিলেন গুজরাট টাইটান্সের উপর। কিন্তু সেটা হতে দেননি শুভমান গিল। শামিকে টানা দু’টো চার হাঁকান গিল। হায়দ্রাবাদের বোলিংয়ের দাপট সেখানেই যেন স্থবির হয়ে পড়ে। এরপর ওয়াশিনটন সুন্দর হাতখুলে খেলার সাহস পেয়ে যান।

সেখান থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে গুজরাটের পক্ষে। কিন্তু তাদের ব্যাটিংয়ের শুরুতে ১৫১ রানের লক্ষ্যমাত্রাও পরাজয়ের জন্যে যথেষ্ট মনে হচ্ছিল। তাছাড়া প্যাট কামিন্স যেন ছিলেন ভিন্ন মেজাজে। তিনি প্রতিপক্ষকে নাকাল করতে চেয়েছিলেন যেকোন মূল্যে।

সে পরিস্থিতি দক্ষ হাতে সামাল দেন শুভমান গিল। দলের জয় নিয়ে তিনি মাঠ ছেড়েছেন। ফিফটিও হাঁকিয়েছেন। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এটি তার প্রথম ফিফটি। ৪৩ বলে ৬১ রানে অপরাজিত থেকেছেন শুভমান গিল। এ সময়ে খুব বেশি আগ্রাসী হওয়ার প্রচেষ্টা দেখা যায়নি। তিনি স্রেফ পরিস্থিতি বুঝে মাপা শটে নিজের ইনিংসটি সাজিয়েছেন।

নয় খানা চার মারলেও নেই কোন ওভারবাউন্ডারি। ১৪৬ এর একটু বেশি স্ট্রাইকরেটের এই ইনিংসটিতে শুভমান দলকে জয়ের ভরসা জুগিয়েছেন। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বটা যথাযথভাবেই পালন করেছেন তিনি।

ভারতের ব্যাটিং সাম্রাজ্যের নতুন অধিপতি ভাবা হচ্ছে শুভমান গিলকে। তিনি নিরাশ করছেন না। প্রতিনিয়ত তিনি বুঝিয়ে দিচ্ছে, শত চাপেও তিনি ভেঙে পড়েন না।

Share via
Copy link