সুরিয়ার ব্যাটে ধারাবাহিকতার বিরল কীর্তি

এসব কিছু করতে গিয়ে বিরল এক রেকর্ডও গড়ে ফেলেছেন সুরিয়া। ধারাবাহিকভাবে রান করছেন তিনি এবারের আসরে।

হাঁটু গেড়ে বসে ছক্কা হাঁকালেন। লং অন দিয়ে বল গিয়ে পড়ল গ্যালারিতে। সুরিয়াকুমার যাদবের ফিফটি না হলেও, ধারাবাহিকতার অনন্য উদাহরণে তিনি ঠিকই পরিণত হয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে লাগাতার ২৫ রানের বেশি করলেন এবারের আসরের প্রতিটি ম্যাচে।

১১টি ইনিংস ধরে, নিদেনপক্ষে ২৫ রান এসেছে সুরিয়াকুমার যাদবের ব্যাট থেকে। এদিন রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেললেন ২৩ বলে ৪৮ রানের ইনিংস। ২০৮ স্ট্রাইকরেটের এই ইনিংসটি মুম্বাই ইন্ডিয়ান্সকে এনে দিয়েছে বেশ বড়সড় সংগ্রহ।

সেই সাথে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় সবার উপরে উঠে এলেন তিনি। কিন্তু এসব কিছু করতে গিয়ে বিরল এক রেকর্ডও গড়ে ফেলেছেন সুরিয়া। ধারাবাহিকভাবে রান করছেন তিনি এবারের আসরে। এই ধারায় সর্বনিম্ন রান ২৭।

এখন পর্যন্ত কোন সেঞ্চুরির দেখা না পেলেও, তিনটি হাফসেঞ্চুরি অবশ্য তিনি ঠিকই করেছেন। তাছাড়া তার স্ট্রাইকরেটও বেড়েছে গেল আসরের তুলনায়। ১৭৫ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট চালাচ্ছেন। এমন আগ্রাসনের পরও নিয়ম করে ঠিকই রান করছেন। ১১টি টি-টোয়েন্টি ইনিংসে নিদেনপক্ষে ২৫ রান করা চাট্টিখানি কথা নয়।

কিন্তু ১১ ম্যাচ ধরে এই কাজটাই করে আসছেন সুরিয়াকুমার যাদব। তার পেছনে রয়েছেন রবিন উথাপ্পা। ২০১৪ সালে টানা ১০ ম্যাচে ২৫ বা তার বেশি রান করেছিলেন উথাপ্পা। এছাড়াও টানা নয় ইনিংসে এমন কীর্তি গড়েছেন বিরাট কোহলি, সাই সুদর্শন ও স্টিভেন স্মিথ। এদের কেউই এক মৌসুমে এমন দৃঢ়তা দেখাতে পারেননি।

আগ্রাসনের সাথে দৃঢ়তা আর ধারাবাহিকতার এমন মিশেল স্রেফ সুরিয়ার পক্ষেই সম্ভব। উইকেটে চারিপাশে দারুণ সব শট খেলতে পটু। তাকে আটকে রাখা ভীষণ কঠিন। তাইতো তাকে প্রলোভন দেখিয়েও উইকেট তুলে নেওয়া প্রায় অসম্ভব। তার ৬৬ গড় অন্তত সে কথাই বলে।

Share via
Copy link