অস্ট্রেলিয়া দলে স্মিথ ফিরবেন, নাকি চিরবিদায়?

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দলের হয়ে ওপেনিং করেন স্মিথ। যদিও ওপেনার হিসেবে আট ইনিংসে করেছিলেন মাত্র ১৭১ রান।

ছিলেন না অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। তবে জানিয়েছেন শীঘ্রই অবসর নিয়ে কোনো পরিকল্পনা নেই স্টিভেন স্মিথের। সম্প্রতি বিগ ব্যাশ লিগে খেলার জন্য সিডনি সিক্সার্সের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন স্মিথ।

৩৫ বছর বয়সী স্মিথ এখন জাতীয় দলে ফিরতে মরিয়া। ভারত, শ্রীলঙ্কা সফর ও অন্যান্য ম্যাচগুলো দিয়ে দলে জায়গা নিতে প্রস্তুত সে। তবে ভারত শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচের আগে ঘরের মাটিতে চারটি বিগব্যাশের ম্যাচ খেলতে পারেন স্মিথ।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়া স্মিথ মঙ্গলবার সংবাদ সম্মেলন বলেন, ‘আমার আপাতত কোনো পরিকল্পনা নেই, আমি এই মুহূর্তে খেলা উপভোগ করছি। আমি বেশ স্বস্তিতে আছি এবং এই গ্রীষ্মের জন্য অপেক্ষা করছি।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই বছরে আমি কয়েকটি বিবিএল গেম পাব এবং তারপর দেখব সেখান থেকে আমি কোথায় যাব। যতবার সুযোগ পাবো, তাতে আমি ঝাঁপিয়ে পড়বো।’

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দলের হয়ে ওপেনিং করেন স্মিথ। যদিও ওপেনার হিসেবে আট ইনিংসে করেছিলেন মাত্র ১৭১ রান।

স্মিথ স্বীকার করেছেন সতীর্থরা চায় তিনি চার নম্বরে ফিরে যাক, যেখানে তিনি টেস্ট ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন, স্মিথ জানিয়েছেন তিনি জানেন না ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি জায়গা পাবেন কিনা, যা শুরু হবে ২২ নভেম্বর পার্থ স্টেডিয়ামে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে কথা হয়েছে তা হলো আমরা ইংল্যান্ডে যাব এবং ছেলেরা টি-টোয়েন্টি খেলবে এবং আমি ওয়ানডেতে আছি এবং তারপরে আমরা বাকিটা সিদ্ধান্ত নেব। আমি কিছু মন্তব্য শুনেছি যা উসমান করেছিলেন এবং আমার মনে হয় তিনি বলেছিলেন যে, তিনি আমাকে পছন্দ করেন চার নম্বরে, এবং আমি মনে করি মারনাসেও একই ধরণের চিন্তাধারা৷ তবে আমি সব খানেই খুশি আছি এবং আমি দলের জন্য যে কোনো জায়গায় ব্যাট করব। আমার কাছে এটা শুধু একটা পজিশন।’

Share via
Copy link