পারফরম্যান্সটাই এখন বাংলাদেশ ক্রিকেট দলের বড় সমস্যা। এর সাথে নতুন করে যোগ হয়েছে ইনজুরি। সেখানে আছেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটার নুরুল হাসান সোহান। ম্যাচের সময় হঠাৎই বাঁ পায়ের গোড়ালি মচকে যায় তাঁর। সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে সতীর্থদের সহায়তায় স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয় এই ক্রিকেটারকে।
হাসপাতালে এক্স–রে করার পর তাঁর পায়ে প্লাস্টার করা হয়। তবে চোটের গুরুতরতা এখনো পুরোপুরি নির্ধারণ হয়নি।

ঢাকায় ফিরে চিকিৎসকের পরামর্শে এমআরআই করাবেন সোহান। বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে চোট কতটা গভীর। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি স্ক্যানে চিড় ধরা পড়ে, তাহলে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটরক্ষক-ব্যাটারকে।
একই ম্যাচে আরেকজন ক্রিকেটারও চোটে পড়েছেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম মাত্র দুই ওভার বল করার পরই পেশিতে টান অনুভব করেন এবং ম্যাচ থেকে সরে দাঁড়াতে হয় তাঁকেও। আজ শরিফুলেরও এমআরআই করানো হবে, যাতে তাঁর ইনজুরির প্রকৃতি স্পষ্ট হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুই মূল ক্রিকেটারের চোট দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিসিবি এখন অপেক্ষা করছে মেডিক্যাল রিপোর্টের, যা নির্ধারণ করবে সোহান ও শরিফুলের মাঠে ফেরার সময়সূচি।











