বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) থেকে নিজের পদ হারানোর পর সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের(সিএবি) সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিলেন। সিএবি এর বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়া আইপিএলের গর্ভনিং কাউন্সিলে যোগ দেওয়ার কারণে সিএবি সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারতীয় ক্রিকেটে “দাদা” নামে পরিচিত সাবেক এই ক্রিকেটার ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানান, ‘হ্যাঁ, আমি সিএবি এর সভাপতি পদের জন্য ভোটে অংশ নিব। আগামী ২২ অক্টোবর আমি আমার মনোনয়ন পত্র জমা দিব। আমি পাঁচ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এসেছি এবং লোধা কমিশনের নিয়ম অনুসারে আরও চার বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবো।’
ক্রিকেট মহলে জোর গুঞ্জন ছিল সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলী অভিষেক ডালমিয়ার বিদায়ে খালি হওয়া পদের জন্য লড়তে পারেন। তবে সাবেক ভারতীয় অধিনায়ক এর ঘোষণা সবকিছু পাল্টে দিতে পারে।
‘প্রিন্স অফ কলকাতা’ এর আগে ২০১৫ থেকে ২০১৯ বেঙ্গল ক্রিকেটের সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর তিনি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার রজার বিনির কাছে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে হস্তান্তর করা হলে তিনি আবার সিএবির দায়িত্ব গ্রহণে উদ্যোগী হন।
গুঞ্জন আছে, বিসিসিআই থেকে আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যানের প্রস্তাব পান গাঙ্গুলী। কিন্তু সভাপতির চেয়ার থেকে বাদ পড়া অভিমানী সৌরভ গাঙ্গুলী ওই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান।জবাবে বিসিসিআই থেকেও জানিয়ে দেওয়া হয় আইসিসি সভাপতির লড়াইয়ে ভারতীয় বোর্ডের সমর্থন পাবে না পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া সাবেক এই ক্রিকেটার।
ক্রিকেট ক্যারিয়ারে তিনি ভারতীয় ভক্তদের যেমন আনন্দে ভাসিয়েছেন ঠিক তেমনি আবার বিতর্কের বেড়াজালে নিজেকে জড়িয়েছেন বহুবার। ক্রিকেট ছেড়েছেন তবুও সৌরভের পিছু ছাড়ছে না বিতর্ক। ভারতীয় ক্রিকেটে চায়ের টেবিলের আলোচনায় সৌরভ গাঙ্গুলিকে বাদ রাখা যেন প্রায় অসম্ভব।