Social Media

Light
Dark

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটারকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার আম্বালাঙ্গোডায় নিজের বাড়ির বাহিরেই অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন ৪১ বয়সী সাবেক শ্রীলঙ্কান খেলোয়াড় ধাম্মিকা নিরোশানা। স্থানীয় রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে।

ads

তাঁর স্ত্রী এবং দুই সন্তানের উপস্থিতিতে ঘটনাটি ঘটেছিল । শ্রীলঙ্কান পুলিশ এখনও সেই বন্দুকধারীকে গ্রেপ্তার করতে পারেনি৷ তবে তাঁরা জানান যে বন্দুকধারীকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

নিরোশানা একজন ডানহাতি ফাস্ট বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটার ছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো। ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে তিনি গল ক্রিকেট ক্লাবের হয়ে ১২টি প্রথম শ্রেণীর এবং ৮টি লিস্ট এ ম্যাচ খেলেন। যেখানে তিনি ৩০০ রানের পাশাপাশি ১৯টি উইকেটও সংগ্রহ করেন।

ads

এর আগে নিরোশানা ২০০০ সালে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেন। তিনি দুই বছর অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলেছিলেন। নিরোশানা ২০০২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন। যদিও তাঁর অধীনে শ্রীলঙ্কা মাত্র একটি ম্যাচ জিততে সক্ষম হয়।

নিরোশানার দলে ফারভেজ মাহারুফ, জীবন মেন্ডিস এবং উপুল থারাঙ্গা সহ বেশ কয়েকজন তারকা রয়েছিল যারা পরবর্তীতে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। তবে তাঁর ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ২০০৪ সালের ডিসম্বরে তিনি তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন।

শ্রীলঙ্কা পুলিশের মিডিয়া মুখপাত্র নিহাল থালডুয়ার বলেন, ‘গোলাগুলির সাথে জড়িত সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। এটি একটি গ্যাং দ্বন্দ্বের ফলাফল বলে মনে হচ্ছে।’

প্রতিবেদন অনুযায়ী নিরোশানা মাত্র তিন মাস আগে দেশে ফিরে এসেছিলেন। এর আগে তাঁর ঘনিষ্ঠ বন্ধু দাসুন মানাওয়াড়ের হত্যার পর তিনি তাঁর জীবন নিয়ে পালয়ে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link