দৃষ্টিনন্দন হতে হতে দৃষ্টিকটু

ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছে গেছেন স্টুয়ার্ড ব্রড। গোধুলী লগ্নে দাঁড়িয়ে তিনি বনে গেলেন অনন্য। একবিংশ শতাব্দী প্রথম দশকে ক্রিকেটে পা রেখছিলেন ব্রড। এরপর যেন একের পর এক রেকর্ডে নাম লিখিয়েছেন।

প্রতিপক্ষের মনে কাঁপন ধরিয়ে তিনি একের পর এক উইকেট তুলেছেন নিজের ঝুলিতে। তবে এত সবের মাঝেও কিছু রেকর্ডের পেছনে নিজের নামটি হয়ত তিনি কখনোই দেখতে চাইতেন না।

তবে আফসোস, তাঁকে দেখতে হবে। পেছন ফিরে যখনই স্বর্ণালী অতীত খোঁজার চেষ্টা করবেন তখনই যেন চোখের সামনে ভেসে উঠবে সে সব বিরক্ত জাগানিয়া রেকর্ড। এই যেমন যুবরাজ সিংয়ের কাছে টানা ছয় খানা ছক্কা খাওয়ার রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই তিনি ভেসেছিলেন লজ্জার সেই রেকর্ডে। গুণে গুণে টানা ছয়টি ছয় খেয়েছিলেন ব্রড।

পাঞ্জাবের ছেলে যুবরাজ লজ্জায় ভাসিয়েছিলেন ব্রডকে। আবার তেমনই এক পাঞ্জাবের ছেলে জাসপ্রিত বুমরাহ ছিলেন অপরপ্রান্তে, আর আবারও দৃষ্টিকটু এক রেকর্ডে নিজের নামটি লিখে ফেললেন ব্রড। এবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান খরচের রেকর্ডটার পাশে নিজের নামটি জুড়ে নিলেন স্টুয়ার্ড ব্রড। এক ওভারে গুণে গুণে ৩৫ রান খরচ করেছেন ব্রড।

চারটি চার মেরেছেন জাসপ্রিত বুমরাহ। তাছাড়া একটি ওয়াইড সহ বাউন্ডারিও খরচ করেছেন ব্রড। তাছাড়া একটি নো-বলে বুমরাহ ছক্কা হাঁকিয়েছেন ব্রডকে। সেই সাথে আরও একটি ছয় মেরেছেন বুমরাহ। তাতেই আরও একটি বিশ্বরেকর্ডের পাশে নিজেকে আবিষ্কার করছেন ব্রড। এজবাস্টন টেস্টে হওয়া এই টেস্টে হওয়া এই রেকর্ডের পাশে ব্রডের মত একজন কিংবদন্তি বোলারের নাম সত্যিই বেমানান।

এর আগে অবশ্য টেস্টে একওভারে ২৮ রান খরচের রেকর্ড ছিল। তবে সে রেকর্ড এখন অতীত। ব্রড থাকছেন এমন দৃষ্টিকটু রেকর্ডে সবার উপরে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে জাসপ্রিত বুমরাহ নিশ্চয়ই ছিলেন বড্ড বেশি চাপে।

তাছাড়া হঠাৎ করেই তাঁর টপ অর্ডারে ধ্বস নেমে তাঁকে আরও বাড়তি চাপের মুখে ফেলে দেয়। সে চাপ সামলে নেয় তরুণ ক্রিকেটার ঋষাভ পান্ত ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার শতক।

তবে শেষের দিকে নিজের প্রথম টেস্ট অধিনায়কত্বটা মনে রাখার মত এক স্মৃতি করে রাখলেন বুমরাহ। তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এই প্রথম ৩০ এর অধিক রান হলেও, এর প্রায় দ্বিগুণ রান হয়েছিল এক সময় প্রথম শ্রেণি ক্রিকেটে। বোলার ছিলেন নিউজিল্যান্ডে বার্ট ভ্যান্স। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণি ক্রিকেটে তিনি ৭৭ রান খরচ করেছিলেন। সেটাই এখন অবধি বিশ্বরেকর্ড।

তবে তখন ওভার ছিল আট বলের। তবুও ৭৭ রান খরচ করাটা নি:সন্দেহে বড্ড বেশি পীড়াদায়ক। ভ্যান্স পরবর্তী সময়ে নিউজিল্যান্ডের হয়ে চারটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচও খেলেছিলেন। সে যাই হোক ব্রড নিজের ক্যারিয়ারের ৫৫০ তম টেস্ট উইকেটও তুলে নিয়েছেন এজবাস্টন টেস্টে। ক্যারিয়ারে অন্যতম এক মাইলফলক ছোঁয়ার দিনে এমন রেকর্ড তাঁকে পোড়াবে নিশ্চয়ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link