সুনীল দিগন্তের এক ম্যাচ জয়

যেমন বোলিং তেমন ব্যাটিং - অনেক আগে থেকেই ‍সুনীল নারাইন পরিপূর্ণ অলরাউন্ডার। এবার চেন্নাইয়ের কঠিন উইকেটেও ব্যাটটা ঝালিয়ে নিলেন, বোলিংয়ে দাপট দেখিয়ে যান আগে। সব মিলিয়ে চিপকে দেখা গেল সুনীল নারাইন ময় একটি ম্যাচ।

যেমন বোলিং তেমন ব্যাটিং – অনেক আগে থেকেই ‍সুনীল নারাইন পরিপূর্ণ অলরাউন্ডার। এবার চেন্নাইয়ের কঠিন উইকেটেও ব্যাটটা ঝালিয়ে নিলেন, বোলিংয়ে দাপট দেখিয়ে যান আগে। সব মিলিয়ে চিপকে দেখা গেল সুনীল নারাইন ময় একটি ম্যাচ।

নামটা তো বহু পুরোনো, কিন্তু উপস্থাপনাটা যেন প্রতিবারই নতুন। আর চিপকের মতো এক খাঁটি স্পিন-পরীক্ষার মঞ্চে, তিনি আবার প্রমাণ করলেন—এই মঞ্চের আলো ঠিক যেন তাঁর চোখে পড়ে।

চেন্নাইয়ের মাটিতে বল ঘুরেছে, নারাইনের ম্যাজিক চূড়ান্ত রূপ নিয়েছে। বরুণের সাথে যুগলবন্দিতে শুরুতেই কাঁপিয়ে দিয়েছেন চেন্নাইয়ের মিডল অর্ডার। যেন বল হাতে একেকটা ধাঁধা ছুঁড়ে দিচ্ছিলেন ব্যাটসম্যানদের দিকে, আর ব্যাটসম্যানরা তার উত্তর খুঁজতেই ভুলে গেছেন রান তোলা কী জিনিস।

এই নারাইন একাই তিন উইকেট নিয়েছেন। চার ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন। নিজের পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছেন।সাধে কি আর কেকেআর স্পিনিং ট্র্যাকের জন্য কান্নাকাটি করে।

কারণ ব্যাটিংয়েও তিনি আজ যেন ছিলেন গল্পের নায়ক। যখন ব্যাট হাতে নামলেন, লক্ষ্য খুবই সামান্য। কিন্তু, উইকেট কঠিন। কিন্তু থোড়াই কেয়ার করলেন নারাইন।

পাঁচটি ছক্কা হাকালেন। সাথে যোগ হল দু’টি চার। ১৮ টি বল ক্রিজে থাকলেন। তাতেই নিশ্চিত হল কলকাতার জয়। ৪৪ রান করলেন আড়াইশোর কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে। এই ম্যাচ শুধুই নারাইনের।

Share via
Copy link