অনবদ্য সূর্যের হাসি

আঙুলের ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না। ইনজুরি কাটিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ফিরেই ব্যাট হাতে করলেন ঝড়ো ফিফটি। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন পরের ম্যাচেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে এবারের আসরে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে আরেকটি দুর্দান্ত ফিফটি করেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সুরিয়াকুমার যাদব।

আঙুলের ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না। ইনজুরি কাটিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ফিরেই ব্যাট হাতে করলেন ঝড়ো ফিফটি। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন পরের ম্যাচেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে এবারের আসরে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে আরেকটি দুর্দান্ত ফিফটি করেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সুরিয়াকুমার যাদব।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩৭ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৬৮ রানের তাণ্ডবময় এক ইনিংস খেলেন সুরিয়া। তাও কিনা দলের বিপদের সময়ে ব্যাট হাতে ত্রানকর্তা রূপে হাজির হন তিনি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৫০ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই হঠাৎ ছন্দপতন!

দলীয় ৫০ রানে ফিরেন রোহিত শর্মা। এরপর ৬০ রানে ফিরেন ডেওয়াল্ড ব্রেভিস। ৬০ রানে ১ উইকেট থেকে ৬২ রানেই নেই ৫ উইকেট! মাত্র ২ রানে ৪ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে মুম্বাইয়ের ব্যাটিং শিবির।

তিলক ভার্মা, কাইরেন পোলার্ডরা ফিরেন শূন্য রানেই! একপ্রান্তে ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন সুরিয়াকুমার। এরপর দলীয় ৭৯ রানে ষষ্ঠ উইকেট হারালে তখন ম্যাচ থেকে ছিটকে পড়ে মুম্বাই। তবে দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ায় সুরিয়ার ব্যাট। জয়দেব উনাদকাতের সাথে সপ্তম উইকেটে গড়েন ৪০ বলে ৭২ রানের অসাধারণ এক জুটি!

নিজের খেলা প্রথম ১৩ বলে ১২ রান করেন সুরিয়া। পরের ২৪ বলে ৩ চার ও ৬ ছক্কায় করেন ৫৬ রান! সুরিয়ার তাণ্ডবে ৬ উইকেটে ১৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মুম্বাই। যদিও শেষ রক্ষা হয়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের। তরুণ অনুজ রাওয়াতের ফিফটি ও বিরাট কোহলির অসাধারণ এক ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

এর আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এবারের আসরে নিজের প্রথম ম্যাচে খেলেন ৩৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস। ২ ছক্কা ও ৫ চারে ১৪৪ স্ট্রাইক রেটে ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। ব্যাট হাতে টানা দুই ম্যাচেই সুরিয়া ফিফটি পেলেও ভাগ্য ফেরেনি মুম্বাই ইন্ডিয়ান্সের। এখন পর্যন্ত এবারের আসরে খেলা চার ম্যাচেই হেরেছে রোহিত শর্মার দল!

গেল আসরটা মোটেও ভাল কাটেনি সুরিয়ার। ১৪ ম্যাচে মাত্র ২৩ গড়ে করেছিলেন ৩১৭ রান। ফিফটি করেছিলেন মাত্র দু’টি। যদিও নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৪০ বলে ৮২ রানের তাণ্ডবময় ইনিংস খেলেই বিদায় জানিয়েছিলেন গেল আসরে।

যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আবারও শুরু করেছেন চলতি আসরে। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই দেখা পেয়েছেন ঝড়ো ফিফটির। সুরিয়ার ব্যাট হাসলেও দলের বাকিদের হতশ্রী পারফরম্যান্সে জয়ের দেখা পাচ্ছে না মুম্বাই!

চলতি বছর জাতীয় দলের জার্সি গায়েও দুর্দান্ত ফর্মে আছেন সুরিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ঘরের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে প্রায় ৫৪ গড়ে করেছেন ১০৭ রান। স্ট্রাইক রেট ১৯৫! অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুরিয়ার এই ফর্ম নিঃসন্দেহে ভারতের জন্য মিডল অর্ডারে স্বস্তি। ধারাবাহিক পারফরম ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের একাদশে জায়গা করে নিতে খুব একটা বেগ পেতে হবে না এই তারকা ব্যাটারের!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...