তবুও চ্যাম্পিয়ন্স ট্রফি বঞ্চিত হবেন সুরিয়া

রোহিত শর্মার পর হার্দিক পান্ডিয়া অধিনায়ক হবেন সেটাই ছিল প্রত্যাশিত, তবে পারফরম্যান্সের সুবাদে সুরিয়াকুমার যাদবকেই দেয়া হয়েছে নেতৃত্ব ভার। যদিও টি-টোয়েন্টিতে যাকে অধিনায়ক করা হয়েছে তাঁকে ওয়ানডে ফরম্যাটে বিবেচনাতেও রাখেননি নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জায়গা হয়নি তাঁর।

মূলত ভারতের মিডল অর্ডারে একাধিক ভাল অপশন থাকায় এই ব্যাটারকে স্কোয়াডে রাখা হয়নি। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন না সেই সম্ভাবনা আরো বেড়ে গেলো। বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার কণ্ঠেও শোনা গিয়েছে একই সুর; তাঁর মতে, সুরিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন না।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দলের অংশ ছিল সুরিয়াকুমার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে, ডেভিড মিলারের ক্যাচ আটকা পড়েছে তাঁর হাতেই। কিন্তু এখন আর ওয়ানডে সংস্করণের দলে তাঁকে রাখা হচ্ছে না।’

সাবেক ভারতীয় এই ব্যাটার আরও যোগ করেন, ‘একটি প্রশ্ন করা হয়েছিল সুরিয়ার অন্তর্ভুক্তি নিয়ে। কিন্তু নির্বাচকরা স্পষ্ট করেছেন, সে নি:সন্দেহে অসাধারণ একজন ক্রিকেটার। কিন্তু আপাতত তাঁকে শুধু টি-টোয়েন্টিতে দেখা যাবে, ওয়ানডেতে বিবেচনা করা হচ্ছে না তাঁকে।’

এরপরই আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি কাছাকাছি চলে এসেছে, এখন যদি স্কাই বিবেচনার বাইরে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন এই টুর্নামেন্টে সে খেলছে না।’

লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার দু’জনেই গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা পারফরমার ছিলেন। ইনজুরি কাটিয়ে ঋষাভ পান্তও ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। এদের পাশ কাটিয়ে অন্য কারো জায়গা পাওয়া তাই অসম্ভব বটে৷ তবে টি-টোয়েন্টির ফর্ম টেনে আনতে পারলে সুরিয়া হয়তো আগামী দিনে সুযোগ পাবে পঞ্চাশ ওভারের দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link