সুরিয়াকুমার যাদব ব্যাট হাতে দাঁড়ালে মনে হয় ২২ গজে শট খেলা যেন কোনো ব্যাপারই না। আইপিএলে প্রতি ম্যাচে যেন তা প্রমাণ করে যাচ্ছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারটা যেমন সামলাচ্ছেন, তেমনই খেলছেন সুরিয়া স্টাইলেই।
আইপিএলে এখন এমন স্টেজে চলছে যেখানে প্রতিটা জয় মহাগুরুত্বপূর্ণ। শুরুর দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স এমন হতাশাজনক ছিল যে দেখে মনে হচ্ছিল এবারও বুঝি প্লে-অফে খেলা হবে না।
তবে তারকায় ঠাসা এই দলটি ঘুরে দাঁড়িয়েছে, গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করছে দলের সবাই। সুরিয়াকুমারও তাদের একজন। মুম্বাইয়ের মিডল অর্ডারে ভরসার এক নাম হয়ে দাঁড়িয়েছেন তিনি, যা আজকেও দেখলো লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা।
ওয়াংখেড়েতে ব্যাটিংয়ে নেমেই মুম্বাইয়ের ওপেনাররা তাদের স্বভাবজাত ভঙ্গিতেই খেলতে থাকেন। রোহিত আজ ফিরে গেলেও সুরিয়াকুমার মোমেন্টাম নিয়ে নেন নিজের হাতেই। ২৮ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন যেখানে চারটি চার এবং চারটি ছয়ের সাথে স্ট্রাইক রেটটা ছিল ১৯২.৮৬।
ব্যাট হাতে শুরুর দিকে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না সুরিয়া। তবে যখন দলের প্রয়োজন, তখনই ফিরে এসেছেন তার চেনা রূপে। বিশেষ করে শেষ তিন ম্যাচে তার ধারাবাহিকতা যেন অবিশ্বাস্য। ৬৮, ৪০, ৫৪ — শেষ তিন ম্যাচে সব মিলিয়ে রান করেছেন ১৬২, ব্যাটিং গড়টা ৫৪।
নিজের পারফরম্যান্সের সাথে সাথে সুরিয়ার মুম্বাই যেন রীতিমতো উড়ছে। শেষ চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে জানান দিচ্ছে নিজেদের জায়গাটা। সবমিলিয়ে সময়টা বেশ ভালো যাচ্ছে, সেই সাথে সুরিয়ার ব্যাটটাও জানান দিচ্ছে কেন তাকে এ যুগের ৩৬০° বলা হয়!