তামিমের ‘অরা’ খসে যাওয়া তারা

দারুণ 'অরা' সৃষ্টি করা এক চলনই বটে। কিন্তু মাঠে সেই অরা খুঁজে পাওয়া গেল না। নিদারুণ এক দৃশ্য মঞ্চস্থ হল।

বেশ দৃঢ়তার সাথে জটলা উপেক্ষা করেই ড্রেসিং রুমের দিকে হেঁটে গেলেন তামিম ইকবাল খান। দারুণ ‘অরা’ সৃষ্টি করা এক চলনই বটে। কিন্তু মাঠে সেই অরা খুঁজে পাওয়া গেল না। নিদারুণ এক দৃশ্য মঞ্চস্থ হল। তামিমের উইকেট আক্ষরিক অর্থেই উড়ে গেল।

প্রায় সাত মাস পড়ে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম দিনেই তামিমকে নিয়ে তাই ছিল বাড়তি আগ্রহ। জাতীয় দল থেকে তিনি বেশ দূরে অনেকদিন ধরেই। তবুও পেছনে ফেলে আসা দিনগুলোতে তিনি রাঙিয়ে রেখেছেন। হাজার মাইল দূরত্বেও সেই রঙ হয়না মলিন।

তাইতো তামিম কখন মাঠে আসবেন, সে নিয়েও অপেক্ষার প্রথর গুণতে হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম এলেন আলাদা গাড়িতে। তিনি আসার আগেই অবশ্য সদলবলে চট্টগ্রাম বিভাগ হাজির স্টেডিয়ামে। তামিম নিজের সেই তারকা খ্যাতির একটা ঝলক দেখালেন যেন। অবশ্য এমনটাই হয়, দূর আকাশের তারকা তো ধরাছোঁয়ার বাইরেই থাকে।

দ্রুত পায়ে তিনি হেঁটে চলে গেলেন ড্রেসিং রুমে। সেখান থেকে ব্যাট-প্যাডে সুসজ্জিত হয়ে তিনি নেমেছেন মাঠে। কিন্তু কি বিষন্ন বদনে তিনি ফিরেছেন আবার সেই ড্রেসিং রুমে। এর আগে অবশ্য ১০ বলে ১৩ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে আধিক্য ছিল বাউন্ডারির। একটি করে ছক্কা ও চার হাঁকিয়েছেন তামিম ইকবাল খান।

বহুদিন বাদে বাইশ গজে তার প্রত্যাবর্তনটা হলনা ততটাও বর্ণিল। শীতের দুপুরে রোদের প্রখরতার নিচে কোথাও একটা মিলিয়ে গেল। যদিও এখনও হাতে পর্যাপ্ত সময় ও সুযোগ দুই-ই আছে তামিমের জন্যে। তিনি নিশ্চয়ই সিলেটের সবুজ আঙিনায় সজীবতা ফেরাবেন নিজের ব্যাটিংয়ের।

Share via
Copy link