দুইবার হার্ট অ্যাটাক করেছেন তামিম, পরানো হয়েছে রিং

বর্তমানে তিনি রয়েছে কার্ডিয়াক কেয়ার ইউনিট-এ রয়েছেন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তার শারীরিক অবস্থা।

দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে বিষাদের ধূসর ছায়া। তামিম ইকবাল খান রয়েছেন লাইফ সাপোর্টে। হুট করেই বুকের ব্যথা অনুভব করেন তিনি মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে গিয়ে। এরপর তাকে ঢাকায় ফিরিয়ে আনতে হেলিকপ্টার পৌঁছে যায় সাভার বিকেএসপিতে। কিন্তু অবস্থা দ্রুত অবনতি হয়। বাধ্য হয়ে তাকে পাশের এক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ডাক্তাররা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল খান। একবার নয়, দুই বার হার্ট অ্যাটাক হয়েছে তার। তাতে করে তার হৃদপিণ্ডে রক্তচলাচল মারাত্মকভাবে ব্যহত হয়েছে। পরিস্থিতির কোন প্রকার উন্নতি না দেখে ডাক্তাররা লাইফ সাপোর্ট ব্যবহারের পথই বেছে নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার এনজিওপ্লাস্টি করা হয়েছে। হৃদপিণ্ডে সৃষ্টি হওয়া ব্লকেজ যতটুকু সম্ভব ছাড়ানোর চেষ্টা করা হয়েছে ইতোমধ্যে। তাছাড়া তার হৃদপিণ্ডের ধমনীতে বসানো হয়েছে রিং। শারীরিক অবস্থা উন্নতির পথে রয়েছে। তবে প্রাথমিক অবস্থা দেখে খানিকটা বিচলিত হয়ে পড়েছিল তামিমের পরিবার। তারা ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছেন।

এর আগে তার বাবা ইকবাল খান মৃত্যুবরণ করেছিলেন হৃদযন্ত্রের ক্রিয়া বিকল হয়ে। তামিমের ক্ষেত্রেও এমন কিছু না ঘটুক সেটাই হয়ত প্রত্যাশা সকলের। প্রাথমিকভাবে তার প্রাণনাশের শঙ্কা যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রনালয় থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।  এখন স্রেফ সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা নেই। বর্তমানে তিনি রয়েছে কার্ডিয়াক কেয়ার ইউনিট-এ রয়েছেন।

নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তার শারীরিক অবস্থা। একটু স্থিতিশীলতা এলেই তাকে উড়িয়ে আনা হবে ঢাকায়। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। এমনকি উন্নত চিকিৎসার জন্যে বিদেশের নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ইতোমধ্যে। তবে সেসব সম্ভব হবে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে পারলে।

 

Share via
Copy link