শাস্তি পেলেন তামিম

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আম্পায়ারের সিদ্বান্তে অসন্তোষ প্রকাশ করে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে উদ্ধতপূর্ণ আচরণ করায় শাস্তির মুখে পড়তে হলো বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালকে। শাস্তি হিসাবে একটি ডিমেরিট পয়েন্টের সাথে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।

এই ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের দশম ওভারে। দুশমান্তা চামিরার করা ফুল লেংথ বল ড্রাইভ করার চেষ্টা করেন তামিম। বল ব্যাটে না লেগে পাশ দিয়ে চলে যায়। কিন্তু তখন একটা শব্দ পাওয়া যায় এবং আউটের আবেদন করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার করা আবেদনে সাড়া দিয়ে তামিমকে আউট দেন আম্পায়ার।

রিভিউ নেন তামিম। তাঁর নিশ্চিত ছিলেন বল তাঁর ব্যাটে লাগেনি। কিন্তু সমস্যা হল, তখন তামিমের ব্যাটও মাটিতে লাগে। তাই আল্ট্রা এজে বোঝা যায়নি শব্দটা বল ব্যাটে লাগার নাকি ব্যাট মাটিতে লাগার। মাঠের আম্পায়ারের সিদ্বান্ত পরিবতর্ন করার কারণ খুঁজে না পাওয়াতে তৃতীয় আম্পায়ারও আউট ঘোষণা করে তামিমকে।

নিজের ওপর তখন আর নিয়ন্ত্রন রাখতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ২৯ বলে ১৭ রান করে তামিম ফিরে যাওয়ার সময় অশ্লীল ভাষা ব্যবহার করেন। যেটা করে তামিম আইসিসির ক্রিকেটার ও সাপোর্টস স্টাফদের জন্য করা কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ ভঙ্গ করেন। এরপর তামিমের বিরুদ্ধে অভিযোগ করেন আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভির আহমেদ।

অভিযোগ আনেন তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলও। সব কিছু পর্যালোচনা করে তামিমকে শাস্তি দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। তামিম নিজের অপরাধ ও শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

তামিমের শাস্তির বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ২৪ মাসে এটিই তামিমের প্রথম কোড অব কন্ডাক্ট ভঙ্গের ঘটনা।

গতকাল সিরিজের শেষ ম্যাচে হারলেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ের ফলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ।

নয় ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রয়েছে তামিম সাকিবরা। আর ছয় ম্যাচ খেলে গতকালই প্রথম পয়েন্ট অর্জন করেছে শ্রীলঙ্কা। ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১২ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link