জয়েই শুরু চান অধিনায়ক সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবার প্রিমিয়ার লিগ আয়োজন করা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সাকিব মনে করেন টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলতে কিছু নেই, মোমেন্টাম গুরুত্বপূর্ণ। আজ নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন টুর্নামেন্টে ভালো করতে প্রথম ম্যাচ জিতে সেটা ধরে রাখতে চান তিনি।

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির অধিনায়ক হিসাবেও দেখা যাবে এই অলরাউন্ডারকে। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সাকিব জানিয়েছেন তার প্রথম লক্ষ্য টুর্নামেন্টের প্রথম ম্যাচ জেতা এবং সেই মোমেন্টাম ধরে রাখা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবার প্রিমিয়ার লিগ আয়োজন করা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। সাকিব মনে করেন টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলতে কিছু নেই, মোমেন্টাম গুরুত্বপূর্ণ। আজ নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন টুর্নামেন্টে ভালো করতে প্রথম ম্যাচ জিতে সেটা ধরে রাখতে চান তিনি।

তিনি বলেন, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে আমরা যেন সবার থেকে উপরে থাকতে পারি। যেহেতু লিগটা অনেক বড়, এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত প্রথম ম্যাচটা জেতা। আমরা যদি ভালো ভাবে শুরু করতে পারি, যেহেতু ব্যাক টু ব্যাক, আর টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ যে মোমেন্টাম কে ধরে রাখতে পারে। প্রথম ম্যাচে মোমেন্টাম পেয়ে যাই, আর মোমেন্টাম ধরে রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে বড় দল, ছোট দল ম্যাটার করে না। দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। সেই জায়গা থেকে আমি মনে করি মোমেন্টাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচ জিততে পারি ও মোমেন্টাম ধরে রাখতে পারি।’

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন নম্বরে ব্যাট করেছেন সাকিব। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে দেখা গেছে তাকে। ডিপিএলে কোন পজিশনে ব্যাট করবেন তিনি? এমন প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন দলের সবার সাথে আলোচনা করেই সিদ্বান্ত নিবেন তিনি।

সাকিব বলেন, ‘দেখা যাক, দলের সবার সাথে আলোচনা করে। আমার কাছে একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে হয় যে, যেটা করলে দলের জন্য ভালো হয় সেটাই করা, তো সেটার জন্য তিন, চার, পাঁচ, ছয় বা এগারো নম্বর হলেও কোন সমস্য নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জিতলেও ব্যাটে বলে ব্যর্থ ছিলেন সাকিব। তিন ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান এবং বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। সাকিব জানিয়েছেন এমন পারফরম্যান্স তিনিও আশা করেননি। তবে তিনি মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ জয় নিয়ে গর্ব করা উচিত সবার।

তিনি বলেন, ‘যেটা আমি আশা করেছি সেটা অবশ্যই ছিল না, কিন্তু এটা হতেই পারে। নিশ্চিত করতে হবে পরবর্তীতে যেন এটা না হয়। আমার তো মনে হয় খুবই ভালো, প্রথম বার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। অবশ্যই ৩-০ তে জিততে পারলে ভালো হত। কিন্তু শ্রীলঙ্কাও যদি সেরা ক্রিকেট খেলতে পারতো ফলাফল অন্য দিকে যেতে পারতো। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে সিরিজটা গিয়েছে সেটা নিয়ে অবশ্যই আমাদের গর্ব করা উচিত এবং এখান থেকে আরো সামনে যাওয়া উচিত।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...