টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যদি ড্র হয়!

জুনের ১৮ তারিখ মাঠ গড়াবে দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ। পুরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফর্মেন্স করে তালিকার সেরা দুই দল নিউজিল্যান্ড ও ভারত মুখোমুখি হচ্ছে এই ফাইনালে।

প্রায় তিন বছর ব্যাপী চলা টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন রয়েছে তাঁর শেষ ধাপে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেটপ্রেমীরা এখন বিভক্ত হয়েছেন দুইভাগে। কেউ বলছে জিতবে ভারত কারো বাজি আবার নিউজিল্যান্ড।

অনেকে লড়াইটা নামিয়ে এনেছেন দুই দলের অধিনায়কের মধ্যেও। বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসন দুজনই এই মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান। কার হাতে উঠবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা তা নিয়ে যেনো জল্পনা কল্পনার শেষ নেই।

জুনের ১৮ তারিখ মাঠ গড়াবে দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ। পুরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফর্মেন্স করে তালিকার সেরা দুই দল নিউজিল্যান্ড ও ভারত মুখোমুখি হচ্ছে এই ফাইনালে। লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই ভেন্যু সড়িয়ে আনা হয়েছে সাউদাম্পটনে।

নিউজিল্যান্ড দল ইতোমধ্যেই অবস্থান করছে ইংল্যান্ডে। তাঁরা ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ফলে ফাইনালের প্রস্তুতিটা বেশ ভালো ভাবেই সেড়ে নিচ্ছে কিউই রা। ওদিকে ভারতও প্রস্তুতি নিচে ইংল্যান্ড পৌছানোর। তাঁরা এখন আছে বাধ্যতামূলক কোয়ারাইন্টানে। কোয়ারাইন্টান শেষে বিরাট কোহলির ভারতও পাড়ি জমাবে ক্রিকেটের আদি ভূমিতে।

তবে এসবকিছু ছাপিয়ে এখন দর্শকের মনে এখন এক নতুন প্রশ্ন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয় তবে কে হবে চ্যাম্পিয়ন। আইসিসি জানিয়েছে সেক্ষেত্রে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকেই। তবে আইসিসি চায় খেলা যেনো সব বাঁধা পেড়িয়ে ৫ দিনই মাঠ গড়ায়। সেক্ষেত্রে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে ফাইনালের জন্য। বৃষ্টি বা অন্য কোনো কারণে যদি খেলায় বাঁধা আসে তাহলে ২৩ জুন পর্যন্তও মাঠে গড়াতে পারে ফাইনাল।

তবে নির্ধারিত পাঁচ দিনেও যদি ম্যাচের ফলাফল না আসে তবে ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইসিসি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালের জন্য নিয়ম কানুনেও কিছু পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার যেমন শেষ নেই তেমন আইসিসিও কাজ করে যাচ্ছে সেরাটা দিয়েই।

এর আগে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ভারত। নিউজিল্যান্ড ফাইনালের আগেই ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেললেও ভারত খেলবে ফাইনালের পরে। ফাইনালের পর ৪ আগস্ট থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড। সবমিলিয়ে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের এক নতুন উৎসব চালু হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...