তামিমের পূর্ণদৈর্ঘ্য প্রত্যাবর্তন, ব্যাটে রান যেন ছোটগল্প

তামিম ফিরবে, আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, কবে ফিরবে, নাকি ফিরবে না!

খোকা ফিরবে, ঘরে ফিরবে। কবে ফিরবে, নাকি ফিরবে না! বেশ বেদানাতুর এক দেশাত্মবোধক গানের দু’টো লাইন। সেই লাইন দুইটির সাথে বেশ অদ্ভুতভাবেই জড়িয়ে গেছেন তামিম ইকবাল খান।

না তিনি বেদনার বাশি বাজিয়ে এই গানের সাথে হননি সম্পৃক্ত। তিনি বরং ধোয়াশায় রেখেছেন সবাইকে। আর সবাই নানারকম সমীকরণ মেলাতে ব্যস্ত। আর মাথায় ঘুরছে- তামিম ফিরবে, আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, কবে ফিরবে, নাকি ফিরবে না!

তামিম ইকবাল খান, বাংলাদেশ ক্রিকেটে বিশাল বড় এক নাম। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি সার্ভিস দিয়ে গেছেন বাংলাদেশ দলকে। তবে সাম্প্রতিক সময়ে তিনি যেন পরিবেশ খানিকটা তেতো করেই ফেলছেন। বাংলাদেশ দলে তিনি ফিরবেন কি-না এমন প্রসঙ্গে কোন সদুত্তর মিলছে না তার কাছ থেকে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নবনিযুক্ত তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও কথা বলেছেন তামিমের সাথে। জানতে চেয়েছেন তার পরিকল্পনা। তবে সে আলাপটা গোপনই থেকে গেছে। সে গোপনীয়তা অবশ্য দোষের কিছু নেই। তবে দর্শকরাও আসলে জানতে চায় তামিম ফিরবেন কি-না।

ফিটনেস জনিত ইস্যুতেই স্রেফ তামিমের এমন গড়িমসি হয়ত। তবে ব্যাট হাতেও যে তামিম উজ্জ্বল আলো বিকিরণ করছেন তাও কিন্তু নয়। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন উপরের দিকেই। তবে তাতে অবশ্য স্বস্তি নেই তার দল প্রাইম ব্যাংকের।

সুপার সিক্স রাউন্ডে আবাহনীর বিপক্ষে নিজের ইনিংস বড় তিনি করতে পারেননি। ১০ বল খেলে ১ রান করে আউট হয়েছেন তামিম। তাসকিনের দ্রুতগতির শর্টবলে পরাস্ত হন তামিম। পুল শট খেলতে গিয়ে শর্ট মিডউইকেট ক্যাচ দিয়ে ফেরেন প্রাইম ব্যাংকের ওপেনার।

ইনিংস বড় করতে না পারার এই সমস্যায় জর্জরিত তামিম। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে একটিও শতক হাঁকাতে পারেননি তিনি। ৫টি অর্ধশতক অবশ্য আছে তার। এমনকি টানা তিনটি অর্ধশতকও করেছেন বা-হাতি এই ব্যাটার। কিন্তু তিন অংকের কাছে নিয়ে যেতে পারেননি নিজের রান। সর্বোচ্চ ৭৪ রান এসেছে তার ব্যাট থেকে।

প্রায় ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল। অভিজ্ঞতার ঝুলি রীতিমত টইটুম্বুর। সেই তামিম প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিজেকে ঠিক প্রমাণ করতে পারছেন না। হতে পারছেন না নিজ দলের জয়ের কাণ্ডারি।

এখানে অবশ্য তামিমের সেই ফিটনেস ইস্যুটাও সামনে চলে আসতে পারে। ফিটনেসের ঘাটতির কারণেই মনোযোগের হচ্ছে অভাব। আর তাতেই বড় রান করতে পারছেন না খান সাহেব।

ক্রিকেটারদের বাজে সময় অবশ্য নিত্যকার ঘটনা। তেমনই এক খারাপ সময় হয়ত পার করছেন তামিম। সেটা মেনে নেওয়াই যায়। কিন্তু তামিম তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি করেছেন তা বরং তাকে কলুষিত করছে।

দর্শকদের সামনে তাকে হাজির করছেন একজন অভিনেতা হিসেবে। আদোতে তামিম তো স্রেফ ক্রিকেটার, সে সত্ত্বায় না হয় বেঁচে থাকুক তার সকল কীর্তি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...