সিডন্সের চোখে তামিমের সমস্যা

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই পেসার ফজল হক ফারুকীর শিকার হয়েছেন তামিম। তিন ম্যাচেই বাজে ফুটওয়ার্ক আর দৃষ্টিকটু আউটে সমালোচনার কেন্দ্রে তামিম। শেষ দুই ম্যাচেই সামনের পা বেশ আগে থাকায় বলের লাইনে খেলতে না পেরে আউটের শিকার হয়েছেন তামিম। তবে সিডন্সের মতে এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই তামিমকে আউট করা বেশ কষ্টসাধ্য হবে প্রতিপক্ষের বোলারদের জন্য।

চলতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন জেমি সিডন্স। বাংলাদেশের তরুন ক্রিকেটারদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট এই অস্ট্রেলিয়ান কোচ। একই সাথে তিনি জানিয়েছেন টেকনিকে কিছুটা পরিবর্তন আনতে পারলেই তামিম ওয়ানডেতে সাফল্য পাবে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই পেসার ফজল হক ফারুকীর শিকার হয়েছেন তামিম। তিন ম্যাচেই বাজে ফুটওয়ার্ক আর দৃষ্টিকটু আউটে সমালোচনার কেন্দ্রে তামিম। শেষ দুই ম্যাচেই সামনের পা বেশ আগে থাকায় বলের লাইনে খেলতে না পেরে আউটের শিকার হয়েছেন তামিম। তবে সিডন্সের মতে এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই তামিমকে আউট করা বেশ কষ্টসাধ্য হবে প্রতিপক্ষের বোলারদের জন্য।

সিডন্স বলেন, ‘এটা সম্পূর্ণটাই ফুটওয়ার্ক সমস্যা। তামিমকে সামনের পা আরো সোজা করতে হবে। এটা খুব দ্রুতই সম্ভব না। তবে আমরা লম্বা সময়ের কথাই ভাবছি। যদি সে আরো ৩-৪ বছর খেলতে চায় তাকে সামনের পা আরো একটু সোজা করতে হবে। তাহলে সে আরো সফল হতে পারবে। যদি সে এলবিডব্লুউ আউট না হয় তাহলে তাকে আউট করাটা খুব কঠিন হবে। সে অনেক রান করতে পারবে। আমি মনে করি সামনে এখনো তার জন্য অনেক ক্রিকেট বাকি আছে।’

তরুণ ক্রিকেটারদের মাঝে ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করায় সিডন্স জানান পূর্বে সিনিয়র খেলোয়াড়েরাও একটা সময় ধারাবাহিক ছিলো না। তবে তাদের মধ্যে সম্ভাবনা থাকাতেই তাদেরকে এতো সুযোগ দেওয়া হয়েছে। তাই তরুনদেরকেও যথেষ্ট সময় দিতে হবে নিজেদেরকে তৈরি করার। তিনি বলেন, ‘আমাদেরকে মনে রাখতে হবে তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক সবাই ক্যারিয়ারের শুরুতে অধারাবাহিক ছিলো। তারা কিন্তু যেকোনো সময় বাদ পড়তে পারতো। যদি সাকিব ভালো বোলার না হতো তাহলে ব্যাটার হিসেবে সে অনেক আগেই বাদ পড়তো। কিন্তু তাঁর মধ্যে সম্ভাবনা ছিলো বলেই সে টিকে থাকতে পেরেছে।’

লিটন দাসের পারফরম্যান্সে বেশ খুশি এই অস্ট্রেলিয়ান কোচ। তার মতে লিটন চাইলে আরো ভালো কিছু করতে পারবেন এমনকি বিশ্বের সব বোলারের বিপক্ষে ভালো খেলার প্রতিভাও লিটনের মাঝে আছে বলে মনে করেন সিডন্স। তিনি বলেন, ‘এতো প্রতিভা দেখার পর আমার কাছে নিজের উপর কোনো চাপই মনে হচ্ছে না। তারা প্রত্যেকেই এখন বড় স্টেজে পারফরম করার মতো সামর্থ্য আছে। লিটন টেস্টে এটা করে দেখিয়েছে। সব বোলারের বিপক্ষেই তাকে ভালো খেলতে হলে তাঁর কিছুটা সময় লাগবে। যেকোনো স্পিনার হোক কিংবা পেসার আমার মনে হয় আমি তাঁকে আরো ভালো অবস্থানে নিতে পারবো।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচেই ব্যাট হাতে তামিম হতাশাজনক পারফরম্যান্স দেখালেও লিটন দাস ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। হয়েছেন সিরিজ সেরাও। ওয়ানডে সিরিজের পর বাংলাদেশের লক্ষ্য এবার আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া। ৩ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...