এবাদতের বদলি তানজিম সাকিব

প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব।

প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব। এবাদত হোসেনের বদলি হিসেবে এশিয়া কাপ খেলতে যাবেন তিনি। যদিও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর দেয়নি।

আফগানিস্তানের বিপক্ষেশ সিরিজ চলাকালেই এবাদত হাঁটুর ইনজুরিতে পড়েন। এই ইনজুরি এখনও সেড়ে না ওঠায় তাঁকে ছাড়াই পাকিস্তান-শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।  এশিয়া কাপের ক্যাম্পে হাঁটুর ইনজুরি ফিরে আসে এবাদতের।

এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সেখানে এবাদত হোসেন ছিলেন। তাঁর জায়গায় এখন খালেদ আহমেদ বা তানজিম হাসান সাকিব জাতীয় দলে জায়গা পাবেন – এমনটা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন। সেই সূত্র ধরেই এবার খালেদকে টপকে জাতীয় দলে ঢুকছেন তানজিম হাসান সাকিব।

জানিয়ে রাখা ভাল, এই মুহূর্তে পুরো বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত। পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা। এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...