More

Social Media

Light
Dark

আইপিএল নিলামের নতুন নিয়মে ফ্র্যাঞ্চাইজি মহল অতিষ্ট!

আদতেই আইপিএল সর্বদা ছিল বিশ্ব ক্রিকেটের মেলবন্ধন উৎসব। এরকম সব আইন-কানুন তার সৌন্দর্যে ফেলছে ভাটা। তবে বিসিসিআইয়ের ও সুযোগ রয়েছে। সিদ্ধান্ত বদলের। তবে তা হবে কিনা, সে তো সময়ই বলে দেবে।

ইতোমধ্যেই বিসিসিআই ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা অকশনকে সামনে রেখে নিলামের নতুন সব নিয়মের ঘোষণা দিয়ে দিয়েছে। তবে, সব ক’টা নিয়ম নিয়ে সন্তুষ্ট না দলগুলো। তার মধ্যে একটি হচ্ছে আরটিএম বা রাইট টু ম্যাচ প্রসেস।

নিয়মটিতে দল গুলো তাদের নিজেদের খেলোয়াড় ফিরিয়ে আনতে পারবে। তবে, এক্ষেত্রে তাকে নিলামে সর্বোচ্চ দাম দেয়া দলের সাথে মূল্য মিলিয়ে নিতে হবে।

এক্ষেত্রেই বিসিসিআই একটা ছোট্ট নিয়ম যোগ করেছে। সর্বোচ্চ দাম ডাকা দল শেষ একটা সুযোগ পাবে। এক্ষেত্রে আগের মূল্যের বেশি সে যেকোনো দাম ডাকতে পারেন।

এক্ষেত্রে বিসিসিআই উল্লেখ করে, ‘দলগুলো শেষ একবারের মতো দাম বাড়াতে পারবে কোনো দল আরটিএম কার্ড খেলার আগে।’ তবে এ নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো সন্তুষ্ট নয়। তাদের বিশ্বাস ছিল আরটিএম খেলোয়াড়দের যথাযোগ্য দাম দেবার পন্থা। যা বিনষ্ট হয়েছে।

কিন্তু এখানে যে সে লক্ষ অর্জন হচ্ছেই না। সাথে হয়ে চলছে স্বেচ্ছাচার। দলগুলো যেন নিজের ইচ্ছাস্বাধীন মূল্য হাঁকার সুযোগ পেয়ে বসলো। অনেক দল বিসিসিআই এর কাছে চিঠি অবদি দিয়ে দিয়েছে। আর বাকি দল গুলোও নিজেদের মনোভাব বিসিসিআই মহলে প্রকাশ করেছে।

তবে ক্রিকেট বোদ্ধাদের এ ব্যাপারে কিছুটা ভিন্ন মত। তাদের বিশ্বাস ছিল এর ফলে আইপিএলে আরও তারকা খেলোয়াড় যুক্ত হতে চাইবেন। তাঁরা বিসিসিআইয়ের টানা উলটো বোঝার কথাও উল্লেখ করেন যে, এখন এমনই অবস্থা দাঁড়িয়েছে যে দল গুলো আর প্লেয়ার রিটেনশনে আগ্রহই দেখাবে না।

আদতেই আইপিএল সর্বদা ছিল বিশ্ব ক্রিকেটের মেলবন্ধন উৎসব। এরকম সব আইন-কানুন তার সৌন্দর্যে ফেলছে ভাটা। তবে বিসিসিআইয়ের ও সুযোগ রয়েছে। সিদ্ধান্ত বদলের। তবে তা হবে কিনা, সে তো সময়ই বলে দেবে।

Share via
Copy link