যে বন্ধন মুগ্ধতা ছড়ায় ইংরেজ ভুবনে

দারুণ এক জয়ের পর এখন উচ্ছ্বসিত ইংল্যান্ড টেস্ট দল, অধিনায়ক বেন স্টোকসও আছেন ফুরফুরে মেজাজে। এরই মাঝে কথা বলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে নিয়ে; জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং সম্পর্কে নিজের মতামত।

প্রথমেই হলুদ জার্সিতে নিজের পারফরম্যান্স সম্পর্কে স্টোকস বলেন, ‘আমরা জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছি, আর এভাবেই আমি টিএফসি পুরষ্কার পেয়েছি। এটা হলো থ্যাংকস ফর কামিং পুরষ্কার, আঘাত এবং ইনজুরি শঙ্কার কারণে আসলে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে অনেক কিছু করতে পারেনি।’

তবে চেন্নাইয়ের হয়ে খেলাটাই বিশেষ কিছু এমনটা জানিয়ে তিনি বলেন, ‘চেন্নাইয়ের মতো অসাধারণ ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া দারুণ একটা ব্যাপার। এর আগে পুনেতেও আমি (স্টিফেন) ফ্লেমিং এবং ধোনিরর সাথে কাজ করেছিলাম।’

এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘আমি মনে করি এই দুজনে যেভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তা বলার মত নয়। তাঁরা যেভাবে সিদ্ধান্ত নেয় তাতে তাঁদের উপর কোচ এবং অধিনায়ক হিসেবে এমনিতেই আস্থা তৈরি হয়। এমএস মাঠের বাইরে থাকলেও যেভাবে খেলা নিয়ে আবেগ অনুভব করে সেটা আমরা সাধারণত সাইড লাইনে বসে থাকলে করি না।’

চেন্নাইয়ের কোচই অধিনায়কের সম্পর্কের সঙ্গে ইংলিশদের লাল বলের টিম ম্যানেজম্যান্টের তুলনা করেছেন এই তারকা। তিনি বলেন, ‘আমি এবং বাজ (ম্যাককালাম) সব সময় একটি জিনিস করার চেষ্টা করি সেটা হলো সব সময় দলের স্বার্থ মাথায় রাখা। ধোনি এবং ফ্লেমিং যে সিদ্ধান্তই নেয় বা যে সিদ্ধান্তই খুব দ্রুত নিতে হয়, সেটা সর্বদা দলের জন্য কোনটা সেরা তার উপর নির্ভর করে। এটা এমন একটা ব্যাপার যা আমি এবং বাজ সব সময় অনুসরণ করার চেষ্টা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link