Social Media

Light
Dark

এমন প্রত্যাবর্তন মেসির হাতের মোয়া

ক্লাসটা তাঁর চিরকালীন। আর সেটা এতটাই উঁচুতে যে বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকলেও তাতে মরচে ধরে না। তিনি লিওনেল মেসি, তাঁর মত আর কেউ আসেননি, ভবিষ্যতেও আসবেন কি না সন্দেহ।

ক্লাসটা তাঁর চিরকালীন। আর সেটা এতটাই উঁচুতে যে বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকলেও তাতে মরচে ধরে না। তিনি লিওনেল মেসি, তাঁর মত আর কেউ আসেননি, ভবিষ্যতেও আসবেন কি না সন্দেহ।

সেই মেসি যখন দীর্ঘদিন পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামলেন, তখন একটা ধামাকাই হল। দুই মাস দুই দিন পর মাঠে নেমে তিনি জোড়া গোল করলেন, একটা গোল করালেন প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে দিয়ে। চার মিনিটের মধ্যে দুই গোল করলেন, মেসি জানিয়ে দিলেন – তিনি ফুরিয়ে যাননি।

কে জানে, বিধাতা নিশ্চয়ই সযত্নে লিখেছেন লিওনেল মেসির এই প্রত্যাবর্তন কাব্য। মেসি-সুয়ারেজদের দাপটে ইন্টার মায়ামি জিতেছে ৩-১ ব্যবধানে। ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি।

গেল ১৬ জুন ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসি তখন কোপা আমেরিকায় খেলতে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত। এরপর তাঁর টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয় আসে গেল ১৫ জুলাই।

ফাইনালে চোটে পড়লেও মাঠের বাইরে থেকে দলের জয় দেখেন। পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। সেদিনই সর্বশেষ তিনি মাঠে নামেন। এরূপ চোট কাটিয়ে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর ক্লাবের হয়ে খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন এই ৩৬ বছর বয়সী এই সুপারস্টার।

ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে আসলেও গোলের মিছিলে লিওনেল মেসি আজও থাকছেন প্রথম দিকেই। আমেরিকার মেজর সকার লিগের এ মৌসুমে ১৩ ম্যাচে মেসির ১৪ টি গোল করেছেন।

মেজর লিগে নিজের প্রথম ১৯ ম্যাচেই লিওনেল মেসি ১৫ টি গোল ও ১৬ টি অ্যাসিস্ট করেছেন। এখানে মেসি আছেন সবার আগে। একই কীর্তি গড়তে সেবাস্টিয়ান জিওভিনসোর লেগেছিল ২৯ ম্যাচ।

আর দুটো গোল পেলেই লিওনেল মেসি গঞ্জালো হিগুয়েনের সাথে যৌথ ভাবে ইন্টার মায়ামির সর্বকালের সেরা গোলদাতা বনে যাবেন। মেসির গোল এখন ২৭, এর মধ্যে ১০ টি লিগ কাপে আর দু’টি কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে। গোল করা এতটাই সহজ ভিনগ্রহের এই ফুটবলারের জন্য।

Share via
Copy link