এখন তাঁর বোলিং করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজে, পেস বোলারদের স্বর্গে। অথচ তাঁকে দেখা গেল মিরপুরের ইনডোরে। মাহমুদউল্লাহ রিয়াদের সাথে অনেকটা নীরবেই নেটে অনুশীলন করেছিলেন। ইনজুরি থেকে ফিরে আবার বল হাতে তুলে নিয়েছেন। রঙিন পোশাকের ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি পেসার এমনিতেই বিরল। এক আছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান, তিনিও আবার টেস্ট খেলেন না। আবার ফ্র্যাঞ্চাইজি লিগের কারণেও তাঁকে অনেক সময় পাওয়া যায় না। সেদিক থেকে এক স্বস্তি হয়ে বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন যুব ক্রিকেটের বিশ্বজয়ী তারকা শরিফুল ইসলাম। গত এক বছরে তিন ফরম্যাটেই নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন।
নিখুঁত লাইন-লেন্থ, বুদ্ধিদীপ্ত বোলিং আর আগ্রাসন দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছেন। মোটামুটি তিন ফরম্যাটেই এখন তিনি বাংলাদেশের পরিকল্পনায় থাকেন। ফলে মাত্র বছরখানেকের আন্তর্জাতিক ক্যারিয়ার হলেও বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন এই পেসার। ফলে দ্রুতই তিনি বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন বাঁ-হাতি এই পেসার। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টটা আর খেলা হয়নি তাঁর। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটাও খেলা হচ্ছেনা তাঁর। তবে ইনজুরি কাটিয়ে আবার হাত ঘোরাতে শুরু করেছেন শরিফুল এটাই স্বস্তির।
ইনজুরিতে পড়া, আবার সেখান থেকে ফিরে আসা – এটাও শরিফুলের জন্য নতুন একটা অভিজ্ঞতা। নতুন একটা সংগ্রাম। সেই লড়াইয়ে শরিফুলই জয়যুক্ত হবেন – এমনটাই প্রত্যাশা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলতে পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। এই মাসের ২৩ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন এই পেস বোলার। এর আগে ইনজুরি কাটিয়ে আবার পুরোদমে নিজেকে প্রস্তুত করার মিশনে নেমেছেন শরিফুল।
মিরপুরের ইনডোরে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে বোলিং করতে দেখা যায়। তাঁকে দেখে মনে হচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন। ফলে আশা করা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবার মাঠে ফিরবেন তিনি।
ওদিকে ১৬ তারিখ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। টেস্ট সিরিজে ইনজুরির কারণে খেলতে পারছেন না তাসকিন আহমেদও। ফলে পেস আক্রমণ নিয়ে বেশ দুশ্চিন্তাতেই আছে বাংলাদেশ দল।
যদিও অনেকদিন পর আবার টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আবার সাদা পোশাকে ফিরছেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজ বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন গত বছর ফেব্রুয়ারি মাসে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। তবে, এটা কেবলই ‘ব্যাক-আপ’ পরিকল্পনা। মূল পরিকল্পনাজুড়ে শরিফুলই থাকছেন।